বৃষ্টিতে কৃষকের কান্না
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অসময়ের বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা। সাগরে নিম্নচাপ জাওয়াদের প্রভাবে গত শনিবার থেকে মতলব দক্ষিণসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে উপজেলার আমন, আলু, পেঁয়াজ, সরিষাসহ শীতকালীন শাকসবজি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।