দিঘির নাম কাঞ্চনমালা
প্রায় ৪০০ বছর আগের কথা। ভারতবর্ষে তখন মোগল শাসন। জনশ্রুতি আছে, ওই সময় রাজা কাঞ্চন চন্দ্র সাধারণ প্রজা ও রাজ্যের নানা কাজের সুবিধার জন্য এক বিশাল দিঘি খনন করেন। ওই রাজার নামানুসারে দিঘিটির নাম হয় কাঞ্চন রাজার দিঘি বা কাঞ্চনমালা দিঘি। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার এই দিঘিটির নাম নিয়ে আরও জনশ্রুতি আছে।