মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে পুরোনো গরম কাপড়ের দোকানে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতায় জমজমাট হয়ে ওঠে এসব দোকান। বিক্রি বেশি হওয়ায় খুশি ব্যবসায়ীরাও।
সরেজমিনে মতলব বাজার এলাকায় ঘুরে দেখা গেছে, প্রায় ২৫টি অস্থায়ী দোকানে শীতের গরম পোশাক দিয়ে পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের চাহিদা মেটাতে বিভিন্ন রকমের বৈচিত্র্যপূর্ণ গরম পোশাক তুলেছেন এখানকার বিক্রেতারা। কিছুটা কম দামে এখানে পছন্দমতো পোশাক কিনছেন শিশু, নারী-পুরুষ, বৃদ্ধাসহ সব বয়সী ক্রেতারা। গরম পোশাকের চাহিদা মেটাতে বিক্রেতাদের এমন প্রস্তুতি।
মকবুল হোসেন নামের এক বিক্রেতা বলেন, শীতকালের ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে ফল ও কাঁচা শাকসবজি বিক্রি ছেড়ে শীত মৌসুমে লাভজনক ব্যবসা হিসেবে গরম পোশাক দিয়ে দোকান সাজানো হয়েছে।
ত্রেতাদের চাহিদা অনুযায়ী প্রায় ১৫টি দোকানে ভ্রাম্যমাণভাবে গরম পোশাক তুলেছেন এখানকার বিক্রেতারা। শিশু, নারী-পুরুষ, বৃদ্ধাসহ সব রকমের ক্রেতার গরম পোশাকের চাহিদা কম দামে মেটাতে বিক্রেতাদের এমন প্রস্তুতি।
বাজার ঘুরে দেখা গেছে, ২০ থেকে শুরু করে ৫০০ টাকায় এখানে হরেক রকম গরম জামাকাপড় বিক্রি হয়। শুধু পোশাকই নয়, এখানে ২-৩ হাজার টাকার মধ্যে ভালো কম্বল ও চাদরও মিলবে।
রাজু নামের এক ক্রেতা বলেন, কম দামে চাহিদা অনুযায়ী গরম পোশাক কেনার জন্য মতলবের এসব ভ্রাম্যমাণ বাজার বেশ উপযোগী। আধা কিলোমিটারের মধ্যে ২০-২৫টি দোকান রয়েছে। তাই এক স্থানে পরিবারের সবার গরমের পোশাক কেনার সুবিধা থাকায় এই বাজার এত জনপ্রিয়।
এ বিষয়ে মতলব বাজারের ব্যবসায়ীরা বলেন, প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার দরদামে বাজারটি বেশ সরগরম থাকে। বাজারে ছুটির দিন শুক্র ও শনিবার ভিড় একটু বেশি থাকে। এই বাজারটি প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরিব অসহায় মানুষের আস্থা অর্জন করেছে।
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব বাজারে পুরোনো গরম কাপড়ের দোকানে ভিড় করছেন নিম্ন আয়ের মানুষ। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতায় জমজমাট হয়ে ওঠে এসব দোকান। বিক্রি বেশি হওয়ায় খুশি ব্যবসায়ীরাও।
সরেজমিনে মতলব বাজার এলাকায় ঘুরে দেখা গেছে, প্রায় ২৫টি অস্থায়ী দোকানে শীতের গরম পোশাক দিয়ে পসরা সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতাদের চাহিদা মেটাতে বিভিন্ন রকমের বৈচিত্র্যপূর্ণ গরম পোশাক তুলেছেন এখানকার বিক্রেতারা। কিছুটা কম দামে এখানে পছন্দমতো পোশাক কিনছেন শিশু, নারী-পুরুষ, বৃদ্ধাসহ সব বয়সী ক্রেতারা। গরম পোশাকের চাহিদা মেটাতে বিক্রেতাদের এমন প্রস্তুতি।
মকবুল হোসেন নামের এক বিক্রেতা বলেন, শীতকালের ঠান্ডা বাড়ার সঙ্গে সঙ্গে ফল ও কাঁচা শাকসবজি বিক্রি ছেড়ে শীত মৌসুমে লাভজনক ব্যবসা হিসেবে গরম পোশাক দিয়ে দোকান সাজানো হয়েছে।
ত্রেতাদের চাহিদা অনুযায়ী প্রায় ১৫টি দোকানে ভ্রাম্যমাণভাবে গরম পোশাক তুলেছেন এখানকার বিক্রেতারা। শিশু, নারী-পুরুষ, বৃদ্ধাসহ সব রকমের ক্রেতার গরম পোশাকের চাহিদা কম দামে মেটাতে বিক্রেতাদের এমন প্রস্তুতি।
বাজার ঘুরে দেখা গেছে, ২০ থেকে শুরু করে ৫০০ টাকায় এখানে হরেক রকম গরম জামাকাপড় বিক্রি হয়। শুধু পোশাকই নয়, এখানে ২-৩ হাজার টাকার মধ্যে ভালো কম্বল ও চাদরও মিলবে।
রাজু নামের এক ক্রেতা বলেন, কম দামে চাহিদা অনুযায়ী গরম পোশাক কেনার জন্য মতলবের এসব ভ্রাম্যমাণ বাজার বেশ উপযোগী। আধা কিলোমিটারের মধ্যে ২০-২৫টি দোকান রয়েছে। তাই এক স্থানে পরিবারের সবার গরমের পোশাক কেনার সুবিধা থাকায় এই বাজার এত জনপ্রিয়।
এ বিষয়ে মতলব বাজারের ব্যবসায়ীরা বলেন, প্রতিদিনই সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতার দরদামে বাজারটি বেশ সরগরম থাকে। বাজারে ছুটির দিন শুক্র ও শনিবার ভিড় একটু বেশি থাকে। এই বাজারটি প্রায় ২৫ বছরেরও বেশি সময় ধরে স্থানীয় মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও গরিব অসহায় মানুষের আস্থা অর্জন করেছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৯ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৯ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫