Ajker Patrika

হাসপাতাল চত্বর থেকে ৫ ‘দালাল’ আটক

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৪: ১১
হাসপাতাল চত্বর থেকে ৫ ‘দালাল’ আটক

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব সরকারি হাসপাতাল চত্বর থেকে ৫ দালালকে আটক করছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে তাঁদের আটক করে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকার জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক।

এ সময় সঙ্গে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কাউছার হিমেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মিয়া, মেডিকেল অফিসার রাজিব কিশোর বণিকসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা হক আজকের পত্রিকাকে বলেন, হাসপাতাল চত্বরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা নারী দালাল দিয়ে রোগীদের টানাটানি এবং ভুল বুঝিয়ে তাদের ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়াসহ বিভিন্নভাবে হয়রানি করছে।

এতে করে চিকিৎসা নিতে আসা রোগীরা প্রতারিত হচ্ছে। দালাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত