বসন্তের আভাস নিয়ে আমগাছে এল মুকুল
শীতকাল শেষের দিকে। এরই মধ্যে বসন্তের আবাস। গাছের ডালে হিমেল হাওয়ায় দুলছে আমের মুকুল। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর, নায়েরগাঁও দক্ষিণ, উপাদী উত্তর, উপাদী দক্ষিণ, নারায়ণপুর, খাদেরগাঁও ইউনিয়নের গ্রামের বাড়িগুলো এ দৃশ্য চোখে পড়ে। আমের মুকুল আসায় শিশু-কিশোরদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস চোখে পড়