দূষণের শঙ্কায় জাপানে মডার্নার ১৬ কোটি ডোজ স্থগিত
দূষণের শঙ্কায় মডার্নার ১৬ কোটি ৩০ হাজার ডোজ টিকা প্রয়োগ স্থগিত করেছে জাপান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, টোকিওসহ দেশটির বিভিন্ন স্থানের আটটি টিকাকেন্দ্রে মডার্না টিকার ৩৯টি ভায়ালে দূষিত উপাদানের উপস্থিতি পাওয়া গেছে।