নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা আসছে মডার্নার ৩০ লাখ টিকা। আগামীকাল সোমবার এসব টিকা বিমানবন্দর থেকে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকাগ্রহণের পর সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন স্বাস্থ্যমন্ত্রী। আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গতকাল শনিবার ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার টুইট করে জানান, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ ডোজ পাচ্ছে বাংলাদেশ।
এর আগে দুই দফায় ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ ও মডার্নার ২৫ লাখ টিকা কোভ্যাক্সের মাধ্যমে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; যা দেশের বিভাগীয় ও সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় দেওয়া হচ্ছে। ফাইজারের টিকা পেয়েছেন কেবলমাত্র সৌদি ও কুয়েতপ্রবাসীরা।
এ ছাড়া উপহার হিসেবে চীন থেকে আরও ১০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে মধ্য ও দক্ষিণ এশিয়ার কানেকটিভিটি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন। তবে কবে এ টিকাগুলো আসতে পারে, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দেওয়ার পাশাপাশি ক্রয় চুক্তির ২০ লাখ টিকা পাঠিয়েছে চীন; যা দেশের সব জেলা ও উপজেলায় দেওয়া হচ্ছে। করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের ছাড়াও সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টিকা পাচ্ছেন।
চীনের উপহার ও কেনা মিলে ৩১ লাখ টিকা ছাড়াও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা এসেছে ১ কোটি ৩ লাখ। এর মধ্যে ৩৩ লাখ এসেছে ভারত সরকারের উপহার হিসেবে। সব মিলিয়ে মোট ১ কোটি ৬০ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
এদিকে জাপান কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার আরও ২৯ লাখ ডোজ টিকা দেবে বাংলাদেশকে। সপ্তাহখানেকের মধ্যে এ টিকা আসার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়; যা দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষমাণ প্রায় সাড়ে ১৪ লাখ মানুষের টিকা নিশ্চিত করার পরিকল্পনা সরকারের।
ঢাকা আসছে মডার্নার ৩০ লাখ টিকা। আগামীকাল সোমবার এসব টিকা বিমানবন্দর থেকে গ্রহণ করবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। টিকাগ্রহণের পর সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন স্বাস্থ্যমন্ত্রী। আজ রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে গতকাল শনিবার ঢাকায় নিয়োজিত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার টুইট করে জানান, কোভ্যাক্স থেকে আরও ৩০ লাখ ডোজ পাচ্ছে বাংলাদেশ।
এর আগে দুই দফায় ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ ও মডার্নার ২৫ লাখ টিকা কোভ্যাক্সের মাধ্যমে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র; যা দেশের বিভাগীয় ও সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় দেওয়া হচ্ছে। ফাইজারের টিকা পেয়েছেন কেবলমাত্র সৌদি ও কুয়েতপ্রবাসীরা।
এ ছাড়া উপহার হিসেবে চীন থেকে আরও ১০ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে মধ্য ও দক্ষিণ এশিয়ার কানেকটিভিটি নিয়ে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যাওয়ার আগে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছিলেন। তবে কবে এ টিকাগুলো আসতে পারে, তা এখনো স্পষ্ট নয়।
এর আগে দুই দফায় বাংলাদেশকে ১১ লাখ টিকা উপহার দেওয়ার পাশাপাশি ক্রয় চুক্তির ২০ লাখ টিকা পাঠিয়েছে চীন; যা দেশের সব জেলা ও উপজেলায় দেওয়া হচ্ছে। করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের ছাড়াও সাধারণ মানুষ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টিকা পাচ্ছেন।
চীনের উপহার ও কেনা মিলে ৩১ লাখ টিকা ছাড়াও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত কোভিশিল্ড টিকা এসেছে ১ কোটি ৩ লাখ। এর মধ্যে ৩৩ লাখ এসেছে ভারত সরকারের উপহার হিসেবে। সব মিলিয়ে মোট ১ কোটি ৬০ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ।
এদিকে জাপান কোভ্যাক্সের আওতায় অ্যাস্ট্রাজেনেকার আরও ২৯ লাখ ডোজ টিকা দেবে বাংলাদেশকে। সপ্তাহখানেকের মধ্যে এ টিকা আসার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়; যা দিয়ে দ্বিতীয় ডোজের অপেক্ষমাণ প্রায় সাড়ে ১৪ লাখ মানুষের টিকা নিশ্চিত করার পরিকল্পনা সরকারের।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো
৫ ঘণ্টা আগেস্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা
৬ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
৬ ঘণ্টা আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
৭ ঘণ্টা আগে