গত বছরের আগেও অনেকে চিকিৎসা ক্ষেত্রে ‘এমআরএনএ’ প্রযুক্তির ব্যাপারে জানতেন না। করোনাভাইরাসের বিভিন্ন টিকায় ব্যবহার করা হয়েছে এটি। ইতিমধ্যেই করোনার ভয়াবহ সব ধরনের বিরুদ্ধে কাজ করছে এমআরএনএভিত্তিক টিকা। এবার এটি ব্যবহার করে বানানো হয়েছে মরণব্যাধি এইডসের টিকা। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে সায়েন্সএলার্ট নামক বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা যায়।
এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা এনেছিল যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস ও জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। তাদের টিকা করোনার বিরুদ্ধে বেশ কার্যকর। এবার তারা এইচআইভি ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে এল। নাম নেওয়া হয়েছে ‘এমআরএনএ-১৬৪৪ ’। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। রাখা হয়েছে দুটি ভার্সন। আরেকটির নাম ‘এমআরএনএ-১৬৪৪-ভি২-কোর’।
প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নেবেন ৫৬ জন। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর। তবে তারা এইচআইভি আক্রান্ত নন। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপের সদস্যদের টিকার দুটি ভার্সনই দেওয়া হবে। বাকিদের দেওয়া হবে একটি করে (আলাদা)। আগামী ১০ মাস তাদের ওপর নজর রাখা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতার অগ্রগতি নোট করে রাখা হবে।
এর পর ট্রায়ালের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হবে। প্রথম পর্যায়ের চেয়ে বাকি দুই পর্যায় আরও বেশি সময় নেবে। গত ১১ আগস্ট ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথস ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রিতে আবেদন করে মডার্না। এর পর তাদের অনুমতি দেওয়া হয়।
অন্টারিওর করোনা টিকা টাস্কফোর্সের সদস্য এইচআইভি গবেষক আইজ্যাক বোগোচ বলেন, ‘আমি খুবই উদ্দীপ্ত বোধ করছি। ট্রায়ালে যত দিনই লাগুক, এটা ভেবে ভালো লাগছে যে এইডসের টিকা আমাদের হাতে আছে।’
গত বছরের আগেও অনেকে চিকিৎসা ক্ষেত্রে ‘এমআরএনএ’ প্রযুক্তির ব্যাপারে জানতেন না। করোনাভাইরাসের বিভিন্ন টিকায় ব্যবহার করা হয়েছে এটি। ইতিমধ্যেই করোনার ভয়াবহ সব ধরনের বিরুদ্ধে কাজ করছে এমআরএনএভিত্তিক টিকা। এবার এটি ব্যবহার করে বানানো হয়েছে মরণব্যাধি এইডসের টিকা। ইতিমধ্যেই হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে বলে সায়েন্সএলার্ট নামক বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটের এক প্রতিবেদন থেকে জানা যায়।
এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে করোনার টিকা এনেছিল যুক্তরাষ্ট্রের ফার্মাসিউটিক্যালস ও জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান মডার্না। তাদের টিকা করোনার বিরুদ্ধে বেশ কার্যকর। এবার তারা এইচআইভি ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে এল। নাম নেওয়া হয়েছে ‘এমআরএনএ-১৬৪৪ ’। গত বৃহস্পতিবার শুরু হয়েছে এ টিকার প্রথম পর্যায়ের হিউম্যান ট্রায়াল। রাখা হয়েছে দুটি ভার্সন। আরেকটির নাম ‘এমআরএনএ-১৬৪৪-ভি২-কোর’।
প্রথম পর্যায়ের ট্রায়ালে অংশ নেবেন ৫৬ জন। তাদের বয়স ১৮ থেকে ৫০ বছর। তবে তারা এইচআইভি আক্রান্ত নন। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। দুই গ্রুপের সদস্যদের টিকার দুটি ভার্সনই দেওয়া হবে। বাকিদের দেওয়া হবে একটি করে (আলাদা)। আগামী ১০ মাস তাদের ওপর নজর রাখা হবে। রোগ প্রতিরোধ ক্ষমতার অগ্রগতি নোট করে রাখা হবে।
এর পর ট্রায়ালের দ্বিতীয় ও তৃতীয় পর্যায় শুরু হবে। প্রথম পর্যায়ের চেয়ে বাকি দুই পর্যায় আরও বেশি সময় নেবে। গত ১১ আগস্ট ট্রায়ালের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথস ক্লিনিক্যাল ট্রায়ালস রেজিস্ট্রিতে আবেদন করে মডার্না। এর পর তাদের অনুমতি দেওয়া হয়।
অন্টারিওর করোনা টিকা টাস্কফোর্সের সদস্য এইচআইভি গবেষক আইজ্যাক বোগোচ বলেন, ‘আমি খুবই উদ্দীপ্ত বোধ করছি। ট্রায়ালে যত দিনই লাগুক, এটা ভেবে ভালো লাগছে যে এইডসের টিকা আমাদের হাতে আছে।’
গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিতর্কিত এক মার্কিন বাইকার গ্যাংয়ের সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে বলে বিবিসির এক অনুসন্ধানে জানা গেছে। এই গ্যাংটির নাম ‘ইনফিডেলস মোটরসাইকেল ক্লাব’। অতীতে এই ক্লাবের ইসলামবিদ্বেষী কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে।
২ মিনিট আগেনেপালের প্রভাবশালী রাজনৈতিক নেতা, সাবেক উপপ্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী টপ বাহাদুর রায়মাঝি আবারও শিরোনাম হলেন। তবে নেপাল কমিউনিস্ট পার্টির (মার্কস ও লেনিনপন্থী) এই নেতা এবার শিরোনাম হয়েছেন দেশে বিশৃঙ্খলার সুযোগে কারাগার থেকে পলায়ন করে।
১ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুতে মঙ্গলবারের তুলনায় বুধবার সকাল কিছুটা শান্ত মনে হলেও পরিস্থিতি এখনো ভয়াবহ। ভোর থেকে এই শহরের প্রধান মোড়গুলোতে ব্যারিকেড বসিয়ে ভেতরের রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে সেনারা।
২ ঘণ্টা আগেহিমালয়কন্যা নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, এরই মধ্যে অন্তত ২৯ জনের প্রাণ ঝরেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকারেরও পতন হয়েছে। দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
৩ ঘণ্টা আগে