Ajker Patrika

ফাইজার মডার্নার টিকায় তরুণদের হৃদ্‌যন্ত্রে প্রদাহ

অনলাইন ডেস্ক
Thumbnail image

ঢাকা: ফাইজার-বায়োএনটেক এবং মডার্নার কোভিড টিকা নেওয়ার পর অনেকের হৃদযন্ত্রে প্রদাহ দেখা দিচ্ছে। তাঁদের বেশির ভাগের বয়সই ৩০ বছরের কম। তবে এটিকে অত্যন্ত বিরল পার্শ্ব প্রতিক্রিয়া বলছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

সিডিসির গবেষণায় ১ হাজার ২২৬ জনের বেশি মার্কিনের হৃদ্যন্ত্রে বিরল প্রদাহ সম্পর্কিত তথ্য উঠে এসেছে। তাঁরা সবাই ফাইজার-বায়োএনটেক অথবা মডার্নার টিকা নিয়েছেন। তাঁদের মধ্যে ৩২৩ জনের বয়স ২৯ বছরের কম। টিকার প্রথম ডোজ নেওয়ার পরে ২৬৭ এবং দ্বিতীয় ডোজ নেওয়ার পরে ৮২৭ জনের প্রদাহ হয়েছে। বাকি ১৩২ জনের টিকা নেওয়ার পরে প্রদাহ শুরুর সময় জানা যায়নি। মার্কিন বার্তা সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সিডিসির গবেষণার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রদাহের কারণে ৩০৯ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ১৯ জুন পর্যন্ত ভর্তিকৃতদের মধ্য থেকে ২৯৫ জন হাসপাতাল ছেড়েছেন। এই দুই প্রতিষ্ঠানের টিকা গ্রহণকারীদের মধ্যে বেশি প্রদাহের ঝুঁকিতে থাকেন ১৬ বছরের কম বয়সী এবং পুরুষেরা। টিকার দ্বিতীয় ডোজ গ্রহণের পরে প্রদাহের মাত্রা বাড়ার আশঙ্কাও বেশি।

এ গবেষণার তথ্য তুলে ধরে গতকাল বুধবার (২৩ জুন) সিডিসি একটি স্লাইড শো করেছে। উপস্থাপনায় বলা হয়, হৃদপেশীগুলোর এ প্রদাহ হৃৎপিণ্ডের ভেতরে ও বাইরের আস্তরণে একই ভাবে প্রদাহ সৃষ্টি করে। একে একটি অত্যন্ত বিরল পার্শ্ব প্রতিক্রিয়া উল্লেখ করে একটি যৌথ বিবৃতি দিয়েছে সিডিসি, স্বাস্থ্য ও মানব পরিষেবা অধিদপ্তর এবং একাধিক শীর্ষস্থানীয় চিকিৎসক, নার্স।

শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞরা গতকাল বুধবার জোর দিয়ে বলেন, টিকা গ্রহণের পর খুব কম লোকের শরীরেই এ লক্ষণ দেখা দেয়। এ ছাড়া করোনা আক্রান্তদের শরীরে যে হৃদ্যন্ত্রের প্রদাহ দেখা যায় তার চেয়ে এই প্রদাহ কিছুটা মৃদু। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে এমনিতেই বা ন্যূনতম চিকিৎসায় এ প্রদাহ কমে যায়। তবে করোনা আক্রান্ত হওয়ার পরে টিকা গ্রহণের পর এ লক্ষণ দেখা দিলে অবস্থা মারাত্মক হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত