দূষণের শঙ্কায় মডার্নার ১৬ কোটি ৩০ হাজার ডোজ কোভিড টিকা প্রয়োগ স্থগিত করেছে জাপান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, টোকিওসহ দেশটির বিভিন্ন স্থানের আটটি টিকাকেন্দ্রে মডার্না টিকার ৩৯টি ভায়ালে অনাকাঙ্ক্ষিত বস্তুর উপস্থিতি পাওয়া গেছে। ভায়ালগুলো ইনটেক্ট অবস্থাতেই ছিল।
মডার্নার জাপানি ব্যবসায়িক অংশীদার তাকেদা ফার্মাসিউটিক্যাল এবং জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মডার্নার টিকার একটি ব্যাচে এমন উপাদান পাওয়া গেছে। এই ব্যাচটিতে মডার্নার টিকার ৫ লাখ ৬০ হাজার ডোজ ছিল।
তাকেদা ফার্মাসিউটিক্যাল জানিয়েছে, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আমরা টিকার প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার আসা তিনটি ব্যাচের টিকা প্রয়োগই স্থগিত করা হয়েছে। বিষয়টি মডার্নাকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে তদন্ত করার জন্য মডার্নাকে অনুরোধ করা হয়েছে।’
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মডার্না। টিকার ওই ডোজগুলোতে কী ধরনের দূষণ পাওয়া গেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তাকেদা ফার্মাসিউটিক্যাল। জাপানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, ওই তিনটি ব্যাচের টিকার ডোজ একই সময়ে স্পেনে উৎপাদন হয়েছিল।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র কাৎসুনুবু কাতো বলেছেন, একটি ব্যাচের টিকার ডোজে অনাকাঙ্ক্ষিত বস্তুর উপস্থিতি পাওয়া গেলেও সতর্কতার অংশ হিসেবে বাকি দুটি ব্যাচের টিকার ডোজ প্রয়োগও স্থগিত রাখা হয়েছে। তবে এসব টিকার ডোজ ব্যবহার করে কেউ কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, জাপানের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৪০ শতাংশ কোভিড টিকার দুই ডোজ পেয়েছেন। আর প্রায় ৫০ শতাংশ নিয়েছেন টিকার প্রথম ডোজ।
দূষণের শঙ্কায় মডার্নার ১৬ কোটি ৩০ হাজার ডোজ কোভিড টিকা প্রয়োগ স্থগিত করেছে জাপান। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, টোকিওসহ দেশটির বিভিন্ন স্থানের আটটি টিকাকেন্দ্রে মডার্না টিকার ৩৯টি ভায়ালে অনাকাঙ্ক্ষিত বস্তুর উপস্থিতি পাওয়া গেছে। ভায়ালগুলো ইনটেক্ট অবস্থাতেই ছিল।
মডার্নার জাপানি ব্যবসায়িক অংশীদার তাকেদা ফার্মাসিউটিক্যাল এবং জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, মডার্নার টিকার একটি ব্যাচে এমন উপাদান পাওয়া গেছে। এই ব্যাচটিতে মডার্নার টিকার ৫ লাখ ৬০ হাজার ডোজ ছিল।
তাকেদা ফার্মাসিউটিক্যাল জানিয়েছে, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আমরা টিকার প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। বৃহস্পতিবার আসা তিনটি ব্যাচের টিকা প্রয়োগই স্থগিত করা হয়েছে। বিষয়টি মডার্নাকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে জরুরি ভিত্তিতে তদন্ত করার জন্য মডার্নাকে অনুরোধ করা হয়েছে।’
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি মডার্না। টিকার ওই ডোজগুলোতে কী ধরনের দূষণ পাওয়া গেছে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তাকেদা ফার্মাসিউটিক্যাল। জাপানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, ওই তিনটি ব্যাচের টিকার ডোজ একই সময়ে স্পেনে উৎপাদন হয়েছিল।
জাপান সরকারের শীর্ষ মুখপাত্র কাৎসুনুবু কাতো বলেছেন, একটি ব্যাচের টিকার ডোজে অনাকাঙ্ক্ষিত বস্তুর উপস্থিতি পাওয়া গেলেও সতর্কতার অংশ হিসেবে বাকি দুটি ব্যাচের টিকার ডোজ প্রয়োগও স্থগিত রাখা হয়েছে। তবে এসব টিকার ডোজ ব্যবহার করে কেউ কোনো স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়েছেন এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি।
উল্লেখ্য, জাপানের প্রাপ্তবয়স্ক জনসংখ্যার ৪০ শতাংশ কোভিড টিকার দুই ডোজ পেয়েছেন। আর প্রায় ৫০ শতাংশ নিয়েছেন টিকার প্রথম ডোজ।
সৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
৬ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
৭ ঘণ্টা আগেসৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে দুই দিনের সফরে দেশটিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ২২-২৩ এপ্রিল এই সফর অনুষ্ঠিত হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে মোদির তৃতীয় মেয়াদে এটিই প্রথম সৌদি আরব সফর।
৭ ঘণ্টা আগে