কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫ লাখ ডোজ মডার্নার কোভিড টিকা পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে গতকাল শুক্রবার রাতে ও শনিবার সকালে দেশে পৌঁছেছে। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব লোকমান হোসেন মিয়া ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের সঙ্গে অনুদানকৃত টিকার প্রথম সরবরাহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন জনগণ বাংলাদেশের মানুষকে করোনা মোকাবিলায় ২৫ লাখ ডোজ টিকা দিয়েছে। টিকার এ অনুদান শুরু মাত্র। উদ্বৃত্ত টিকার সরবরাহ যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে।
ঢাকার মার্কিন দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড টিকার বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের বৃহত্তম দাতা দেশ যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদানের টিকার দ্বিতীয় এই চালানটি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের দেওয়া ৮ কোটি ৪ লাখ ডলারেরও বেশি অর্থমূল্যের সহায়তার সঙ্গে যুক্ত হলো।
রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের দেওয়া উপহার ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা করার প্রতিশ্রুতির সর্বশেষ নিদর্শন মাত্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মহামারি মোকাবিলা প্রচেষ্টায় সহায়তাকারী বৃহত্তম দাতা দেশ। এ কথা পরিষ্কারভাবে বলা দরকার, টিকার এই অনুদান শুরু মাত্র। আমরা আমাদের উদ্বৃত্ত সরবরাহগুলো দেওয়া অব্যাহত রাখব। আমরা শুধুই জীবন রক্ষার উদ্দেশ্যে এই কাজ করছি।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, বেশ কয়েকটি দেশের কাছ থেকে করোনার টিকা পাওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। করোনার টিকা নিয়ে জনগণের চিন্তিত হওয়ার কিছু নেই। পর্যাপ্ত টিকার ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা ক্রয়ের জন্য আলাদাভাবে অর্থ বরাদ্দ রেখেছেন। দুই উৎস থেকে টিকা পাওয়ার পর বর্তমানে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে।
অক্সফোর্ড–অক্সফোর্ডের টিকা প্রাপ্তির বিষয়ে বেশ কয়েকটি দেশ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভারতের কাছ থেকেও আগস্টে টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া আজ বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে চীনা সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসেছে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ২৫ লাখ ডোজ মডার্নার কোভিড টিকা পেয়েছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে গতকাল শুক্রবার রাতে ও শনিবার সকালে দেশে পৌঁছেছে। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব লোকমান হোসেন মিয়া ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারের সঙ্গে অনুদানকৃত টিকার প্রথম সরবরাহ গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, মার্কিন জনগণ বাংলাদেশের মানুষকে করোনা মোকাবিলায় ২৫ লাখ ডোজ টিকা দিয়েছে। টিকার এ অনুদান শুরু মাত্র। উদ্বৃত্ত টিকার সরবরাহ যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে।
ঢাকার মার্কিন দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোভিড টিকার বিতরণের বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের বৃহত্তম দাতা দেশ যুক্তরাষ্ট্র। কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদানের টিকার দ্বিতীয় এই চালানটি কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের দেওয়া ৮ কোটি ৪ লাখ ডলারেরও বেশি অর্থমূল্যের সহায়তার সঙ্গে যুক্ত হলো।
রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্রের জনগণের দেওয়া উপহার ২৫ লাখ ডোজ টিকা বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা করার প্রতিশ্রুতির সর্বশেষ নিদর্শন মাত্র। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মহামারি মোকাবিলা প্রচেষ্টায় সহায়তাকারী বৃহত্তম দাতা দেশ। এ কথা পরিষ্কারভাবে বলা দরকার, টিকার এই অনুদান শুরু মাত্র। আমরা আমাদের উদ্বৃত্ত সরবরাহগুলো দেওয়া অব্যাহত রাখব। আমরা শুধুই জীবন রক্ষার উদ্দেশ্যে এই কাজ করছি।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, বেশ কয়েকটি দেশের কাছ থেকে করোনার টিকা পাওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। করোনার টিকা নিয়ে জনগণের চিন্তিত হওয়ার কিছু নেই। পর্যাপ্ত টিকার ব্যবস্থা করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার টিকা ক্রয়ের জন্য আলাদাভাবে অর্থ বরাদ্দ রেখেছেন। দুই উৎস থেকে টিকা পাওয়ার পর বর্তমানে পরিস্থিতি অনেকটা স্থিতিশীল হয়েছে।
অক্সফোর্ড–অক্সফোর্ডের টিকা প্রাপ্তির বিষয়ে বেশ কয়েকটি দেশ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভারতের কাছ থেকেও আগস্টে টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া আজ বাংলাদেশ বিমানের দুটি বিশেষ ফ্লাইটে চীনা সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা বাংলাদেশে এসেছে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এবং পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের প্রায় এক বছর হতে চললেও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। সম্প্রতি রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতের পর বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা ও প্রশাসনের ভঙ্গুর চিত্র আরেকবার প্রকাশ পেয়েছে। এমন এক পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো
৫ ঘণ্টা আগেস্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার দিবাগত রাত ১টা ৪৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান। এর আগে রাত ১টা ১৮ মিনিটে রাজধানীর গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা
৬ ঘণ্টা আগেসরকারি কর্মচারীদের জন্য অনানুগত্যের ধারা বাদ দিয়ে ও সব ধরনের দণ্ডের বিরুদ্ধে আপিলের সুযোগ রেখে সরকারি চাকরি অধ্যাদেশ দ্বিতীয় দফায় সংশোধন করা হয়েছে।
৬ ঘণ্টা আগে১৯২৫ সালের ২৩ জুলাই, গাজীপুর জেলার অন্তর্গত কাপাসিয়ার দরদরিয়ায় জন্মগ্রহণ করা শিশুটি যে বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় ভূমিকা রেখে যাবেন, সেটা হয়তো সেদিনই বোঝা যায়নি। কিন্তু সেদিনের ক্ষীণকায় শিশুটি ধীরে ধীরে বেড়ে ওঠেন। আজীবন সঙ্গী হয় শান্ত, সংযমী, আত্মমগ্ন স্বভাব। তিনি তাজউদ্দীন আহমদ—স্বাধীন বাংলাদ
৭ ঘণ্টা আগে