Ajker Patrika

চলতি মাসেই আসছে আরও ৫৯ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চলতি মাসেই আসছে আরও ৫৯ লাখ টিকা

গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন (গ্যাভি)–এর মাধ্যমে চলতি মাসের মধ্যে আরও ৫৯ লাখ ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ টিকা ও মডার্নার ৩০ লাখ ডোজ টিকা। 

সোমবার (১২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, কোভ্যাক্স সুবিধা থেকে চলতি মাসেই বাংলাদেশ আরও কিছু ভ্যাকসিন পাচ্ছে। সংস্থাটি থেকে এ তথ্য জানানো হয়েছে। এর মধ্যে অ্যাস্ট্রাজেনেকার ২৯ লাখ ডোজ ও মডার্নার ৩০ লাখ ডোজ। 

মন্ত্রী বলেন, অ্যাস্ট্রাজেনেকার টিকা আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পাওয়া যাবে। আর মডার্না টিকা আসবে এ মাসের শেষে। অ্যাস্ট্রাজেনেকার টিকা পেলে দ্বিতীয় ডোজের অপেক্ষায় থাকা ব্যক্তিদের পূর্ণ ডোজ নিশ্চিত করা যাবে। 

দেশে এখন পর্যন্ত সেরাম ও চীনের সঙ্গে চুক্তির মাধ্যমে এবং কোভ্যাক্সের সুবিধা ও বিভিন্ন দেশ থেকে উপহার মিলে মোট ১ কোটি ৬০ লাখ ৬২০ ডোজ টিকা পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে কোভ্যাক্স থেকে এসেছে ২৬ লাখ ৬২০ ডোজ টিকা। ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ এবং মডার্নার ২৫ লাখ ডোজ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত