ভোটে বিপর্যয়ের পর দ. আফ্রিকায় ক্ষমতা ভাগাভাগিতে বাধ্য হচ্ছে এএনসি
গত বুধবার অনুষ্ঠিত হওয়া ভোটের সব কটি আসনের ফলাফল অনুসারে, এএনসি পেয়েছে মাত্র ৪০ শতাংশ ভোট—যা গত নির্বাচনে পাওয়া ৫৮ শতাংশ ভোটের চেয়ে অনেকটাই কম। বিশ্লেষকেরা বলছেন, সবচেয়ে খারাপ ফলাফলের যে আশঙ্কা করেছিল এএনসি, সেখানেও ৪৫ শতাংশ ভোট পাওয়ার কথা বলা হয়েছিল। বাস্তব চিত্র তাই তার চেয়েও খারাপ।