Ajker Patrika

২১ সদস্যের জাতীয় নির্বাহী পরিষদ ঘোষণা করল এবি পার্টি

আজকের পত্রিকা ডেস্ক­
২১ সদস্যের জাতীয় নির্বাহী পরিষদ ঘোষণা করল এবি পার্টি। ছবি: সংগৃহীত
২১ সদস্যের জাতীয় নির্বাহী পরিষদ ঘোষণা করল এবি পার্টি। ছবি: সংগৃহীত

আগামী ১০ ও ১১ জানুয়ারি আমার বাংলাদেশ (এবি) পার্টির ১ম কাউন্সিলকে কেন্দ্র করে ২১ সদস্যের জাতীয় নির্বাহী পরিষদ ঘোষণা করেছে দলটি। গত ২৭ ও ২৮ ডিসেম্বর দুইদিন কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের ভোটগ্রহনের পর গতকাল শনিবার দিবাগত রাতে ফলাফল ঘোষণা করেন সাবেক জেলা জজ আখতারুল আলম।

আজ রোববার দুপুরে দলের প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল প্রেরিত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়, কেন্দ্রীয় কমিটির ৩১৫ সদস্যের সরাসরি ভোটে নির্বাহী কমিটির ২১ জন সদস্য নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ৬০ জন। ভোট প্রদানের হার ছিল প্রায় ৯৮ শতাংশ। ভোট প্রদানে ভুল করার কারণে ৬টি ভোট বাতিল করা হয়েছে।

জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচিত ২১ সদস্যরা হলেন—মজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, প্রফেসর ডা. মেজর (অব.) আবদুল ওহাব মিনার, ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভুইয়া, এডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, ব্যারিস্টার সানী আব্দুল হক, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, আনোয়ার সাদাত টুটুল, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, শাহাদাতুল্লাহ টুটুল, মো. আলতাফ হোসাইন, লে. কর্ণেল মো. দিদারুল আলম (অব.), আলহাজ্ব জাহাঙ্গীর কাসেম, ব্যারিস্টার খান আজম, ব্যারিস্টার আব্বাস ইসলাম খান, বিএম নাজমুল হক, ইঞ্জিনিয়ার মো. লোকমান, এডভোকেট গোলাম ফারুক, মো. আবদুল বাছেত মারজান এবং লে. কর্ণেল হেলাল উদ্দিন আহমেদ (অব.)।

উল্লেখ্য, আমার বাংলাদেশ (এবি) পার্টি ২০২০ সালের ২ মে আত্মপ্রকাশ করে। আগামী ১০ ও ১১ জানুয়ারি দলটির ১ম কাউন্সিল অনুষ্ঠিত হবে। ১০ জানুয়ারী সারাদেশের প্রায় ২ হাজার কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে এবি পার্টির চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে জাতীয় নির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হলো। জাতীয় নির্বাহী পরিষদের সদস্যদের প্রত্যক্ষ ভোটে আগামী ১১ জানুয়ারি দলের সাধারণ সম্পাদকও নির্বাচিত হবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগদানের ঘোষণা কিশোরগঞ্জের আইনজীবীর, ফেসবুকে ঝড়

মার্কিন নিষেধাজ্ঞার পর রাশিয়ার তেল কেনা স্থগিত করল চীন

‘বিএনপি করি, শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী’: সেই ইউপি সদস্য গ্রেপ্তার

অধস্তন আদালতের বিচারকদের বদলি-পদোন্নতির ক্ষমতা পাচ্ছেন সুপ্রিম কোর্ট

চীনের সহায়তায় বিদ্রোহীদের কাছে হারানো অঞ্চল আবার দখলে নিচ্ছে মিয়ানমার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ