বরিশালে উপজেলা নির্বাচনে প্রথম ঘণ্টায় কোনো কোনো কেন্দ্র-বুথে ভোট পড়েছে ১ শতাংশ
বরিশালে চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে বুধবার সকাল ৮টা থেকে বাবুগঞ্জ, উজিরপুর ও বানারীপাড়ায় ভোট গ্রহণ চলছে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল নামে মাত্র। কোনো কোনো কেন্দ্র-বুথে প্রথম এক ঘণ্টায় ১ শতাংশ ভোট পড়েছে। তবে দিনের প্রথমভাগে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।