অনলাইন ডেস্ক
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণের পরপরই একাধিক সংস্থা তাদের বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দিল্লি বিধানসভায় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ২৭ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে। বর্তমান শাসক দল আম আদমি পার্টি (এএপি) দ্বিতীয় স্থানে থাকতে পারে এবং কংগ্রেসের ভরাডুবির ইঙ্গিত পাওয়া গেছে জরিপ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ও এর মিত্ররা পুনরায় ক্ষমতায় ফিরতে পারে। বর্তমান শাসক দল আম আদমি পার্টি (এএপি) দ্বিতীয় ও কংগ্রেস তৃতীয় অবস্থানে থাকবে।
চাণক্য স্ট্র্যাটেজিসের জরিপ বলছে, বিজেপি জোট ৭০ আসনের বিধানসভায় ৩৯ থেকে ৪৪টি আসন পেতে পারে। এএপি পেতে পারে ২৫-২৮টি ও কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন। আরেক সংস্থা জেভিসির জরিপে বলা হয়েছে বিজেপি জোট ৩৯-৪৫টি, এএপি ২২-৩১টি এবং কংগ্রেসকে ০ থেকে ২টি আসন পেতে পারে।
ডিভি রিসার্চের বুথফেরত জরিপ অনুসারে, বিজেপি ৩৬-৪৪টি এবং এএপি ২৬-৩৪টি করে আসন পেতে পারে, কিন্তু কংগ্রেস কোনো আসন পাবে না। ম্যাট্রাইজের জরিপ অনুসারে বিজেপি ৩৫-৪০টি ও এএপি ৩২-৩৭টি আসন পেতে পারে এবং কংগ্রেস পেতে পারে বড়জোর ১টি আসন। পি-মার্কের জরিপে বিজেপি জোটের ৩৯-৪৯ টি, এএপির ২১-৩১ ও কংগ্রেসের ০-১টি আসন পাওয়ার পূর্বাভাস দিয়েছে।
তবে, মাইন্ড ব্রিঙ্ক ও উইপ্রেসাইড নামক দুটি সংস্থা এএপির জয়ের পূর্বাভাস দিয়েছে। মাইন্ড ব্রিঙ্ক এএপিকে ৪৪-৪৯ টি, বিজেপিকে ২১-২৫টি ও কংগ্রেসকে সর্বোচ্চ ১টি আসন দিয়েছে। উইপ্রেসাইড এএপিকে ৪৬-৫২ টি, বিজেপি জোটকে ১৮-২৩ ও কংগ্রেসকে ০-১টি আসন দিয়েছে।
এএপি নেতা সৌরভ ভারদ্বাজ বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করে বলেন, ‘আমরা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব।’ দলের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্করও বলেন, ‘বুথফেরত জরিপ কখনোই এএপির সঠিক পূর্বাভাস দেয়নি, এবারও ব্যতিক্রম হবে না।’
তবে বিজেপির দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেবা বুথফেরত জরিপকে স্বাগত জানিয়ে বলেন, ‘৮ ফেব্রুয়ারি আমাদের জয় আরও উজ্জ্বল হবে।’
এর আগে, গতকাল বুধবার ৭০টি আসনে ভোট হয়। দিল্লির ১ কোটি ৫৬ লাখ ভোটারের জন্য ১৩ হাজার ৭৬৬টি কেন্দ্র স্থাপন করা হয়। ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে। এতে এএপি ও কংগ্রেস ৭০টি করে ও বিজেপি ৬৮টি আসনে প্রার্থী দিয়েছিল।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল নয়া দিল্লি আসনে লড়েন। তাঁর বিপরীতে বিজেপি ও কংগ্রেস যথাক্রমে পরবেশ সাহিব সিং ও সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করেছিল। কালকাজিতে এএপির হয়ে অতিশী মারলেনা এবং তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রমেশ বিদুরি ও অলকা লাম্বা প্রতিদ্বন্দ্বিতা করেন। জঙ্গপুরায় মণীশ সিসোদিয়ার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারভিন্দর সিং মারওয়া (বিজেপি) ও ফারহাদ সুরি (কংগ্রেস)।
এএপি বলছে, ‘প্রকৃত ফলে আমরা বিশাল জয় পাব।’ তবে বিজেপি বলছে, ‘দিল্লির মানুষ পরিবর্তন চেয়েছে।’ তবে কারা জিতবে না ৮ ফেব্রুয়ারি স্পষ্ট হয়ে যাবে।
দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ভোটগ্রহণের পরপরই একাধিক সংস্থা তাদের বুথফেরত জরিপের ফলাফল প্রকাশ করেছে। এতে দেখা গেছে, দিল্লি বিধানসভায় কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি ২৭ বছর পর ক্ষমতায় ফিরতে যাচ্ছে। বর্তমান শাসক দল আম আদমি পার্টি (এএপি) দ্বিতীয় স্থানে থাকতে পারে এবং কংগ্রেসের ভরাডুবির ইঙ্গিত পাওয়া গেছে জরিপ থেকে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, ২৭ বছর পর দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি ও এর মিত্ররা পুনরায় ক্ষমতায় ফিরতে পারে। বর্তমান শাসক দল আম আদমি পার্টি (এএপি) দ্বিতীয় ও কংগ্রেস তৃতীয় অবস্থানে থাকবে।
চাণক্য স্ট্র্যাটেজিসের জরিপ বলছে, বিজেপি জোট ৭০ আসনের বিধানসভায় ৩৯ থেকে ৪৪টি আসন পেতে পারে। এএপি পেতে পারে ২৫-২৮টি ও কংগ্রেস পেতে পারে ২-৩টি আসন। আরেক সংস্থা জেভিসির জরিপে বলা হয়েছে বিজেপি জোট ৩৯-৪৫টি, এএপি ২২-৩১টি এবং কংগ্রেসকে ০ থেকে ২টি আসন পেতে পারে।
ডিভি রিসার্চের বুথফেরত জরিপ অনুসারে, বিজেপি ৩৬-৪৪টি এবং এএপি ২৬-৩৪টি করে আসন পেতে পারে, কিন্তু কংগ্রেস কোনো আসন পাবে না। ম্যাট্রাইজের জরিপ অনুসারে বিজেপি ৩৫-৪০টি ও এএপি ৩২-৩৭টি আসন পেতে পারে এবং কংগ্রেস পেতে পারে বড়জোর ১টি আসন। পি-মার্কের জরিপে বিজেপি জোটের ৩৯-৪৯ টি, এএপির ২১-৩১ ও কংগ্রেসের ০-১টি আসন পাওয়ার পূর্বাভাস দিয়েছে।
তবে, মাইন্ড ব্রিঙ্ক ও উইপ্রেসাইড নামক দুটি সংস্থা এএপির জয়ের পূর্বাভাস দিয়েছে। মাইন্ড ব্রিঙ্ক এএপিকে ৪৪-৪৯ টি, বিজেপিকে ২১-২৫টি ও কংগ্রেসকে সর্বোচ্চ ১টি আসন দিয়েছে। উইপ্রেসাইড এএপিকে ৪৬-৫২ টি, বিজেপি জোটকে ১৮-২৩ ও কংগ্রেসকে ০-১টি আসন দিয়েছে।
এএপি নেতা সৌরভ ভারদ্বাজ বুথফেরত জরিপ প্রত্যাখ্যান করে বলেন, ‘আমরা বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করব।’ দলের মুখপাত্র প্রিয়াঙ্কা কক্করও বলেন, ‘বুথফেরত জরিপ কখনোই এএপির সঠিক পূর্বাভাস দেয়নি, এবারও ব্যতিক্রম হবে না।’
তবে বিজেপির দিল্লি সভাপতি বীরেন্দ্র সচদেবা বুথফেরত জরিপকে স্বাগত জানিয়ে বলেন, ‘৮ ফেব্রুয়ারি আমাদের জয় আরও উজ্জ্বল হবে।’
এর আগে, গতকাল বুধবার ৭০টি আসনে ভোট হয়। দিল্লির ১ কোটি ৫৬ লাখ ভোটারের জন্য ১৩ হাজার ৭৬৬টি কেন্দ্র স্থাপন করা হয়। ৬৯৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এই নির্বাচনে। এতে এএপি ও কংগ্রেস ৭০টি করে ও বিজেপি ৬৮টি আসনে প্রার্থী দিয়েছিল।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী ও এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়াল নয়া দিল্লি আসনে লড়েন। তাঁর বিপরীতে বিজেপি ও কংগ্রেস যথাক্রমে পরবেশ সাহিব সিং ও সন্দীপ দীক্ষিতকে প্রার্থী করেছিল। কালকাজিতে এএপির হয়ে অতিশী মারলেনা এবং তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে রমেশ বিদুরি ও অলকা লাম্বা প্রতিদ্বন্দ্বিতা করেন। জঙ্গপুরায় মণীশ সিসোদিয়ার প্রতিদ্বন্দ্বী ছিলেন তারভিন্দর সিং মারওয়া (বিজেপি) ও ফারহাদ সুরি (কংগ্রেস)।
এএপি বলছে, ‘প্রকৃত ফলে আমরা বিশাল জয় পাব।’ তবে বিজেপি বলছে, ‘দিল্লির মানুষ পরিবর্তন চেয়েছে।’ তবে কারা জিতবে না ৮ ফেব্রুয়ারি স্পষ্ট হয়ে যাবে।
ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায়’ গাজা ছাড়তে বাধ্য করার জন্য একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীকে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ আজ বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীকে (আইডিএফ) এই নির্দেশ দিয়েছেন।
১৪ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন, প্রয়োজন হলে তাঁর দেশ পানামার কাছ থেকে পানামা খালের নিয়ন্ত্রণ কেড়ে নেবে। কারণ, ট্রাম্পের দাবি, দেশটি ‘অযৌক্তিক’ হারে খালটি দিয়ে পার হওয়া মার্কিন জাহাজগুলোর ওপর ফি আরোপ...
১ ঘণ্টা আগেমার্কিন নাগরিককে প্রধান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সংস্কারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। আর যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা মেনে নেওয়া হলে দেশটি সংস্থাটিতে থেকে যাবে। মার্কিন সরকারের দুটি সূত্র বিষয়টি জানিয়েছে। এ ছাড়া, এই প্রস্তাব
১ ঘণ্টা আগেআর্থিক সুবিধার বিনিময়ে ২০ লাখ ফেডারেল কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব দিয়েছিল হোয়াইট হাউস। প্রস্তাবে বলা হয়েছিল, আজ ৬ ফেব্রুয়ারির মধ্যে যদি কর্মীরা পদত্যাগ করেন, তাহলে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত তাঁদের বেতন দেওয়া হবে। এই প্রস্তাব মেনে পদত্যাগ করতে রাজি হয়েছেন প্রায় ৪০ হাজার কর্মী। আজ বৃহস
১ ঘণ্টা আগে