গাভাস্কারের সেই তিনবার স্টুপিড বলার পর কথাবার্তা বন্ধ করে দিয়েছিলেন পন্ত
স্টুপিড, স্টুপিড, স্টুপিড—ছয় মাস আগে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সুনীল গাভাস্কারের এই কথা হয়তো অনেকেরই মনে আছে। বাজে শট খেলে আউটের কারণেই মূলত ঋষভ পন্তকে উদ্দেশ্যে করে এমন কথা বলা হয়েছিল। সেই ঘটনার পরে পন্ত অনেকটা চুপচাপ হয়ে যান বলে জানা গেছে।