ক্রীড়া ডেস্ক
খেলোয়াড়দের যেন ঝামেলার শেষ নেই। বাজে পারফরম্যান্সে তো সমালোচনার ঝড় ওঠেই। এমনকি মাঠের পারফরম্যান্সের বাইরে বিভিন্ন রকম অভিযোগ শোনা যায়। যেখানে আইপিএল খেলা এক ক্রিকেটারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করেছেন এক নারী।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার জশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছেন এক নারী। উত্তর প্রদেশের গাজিয়াবাদের ওই নারী রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগটি দায়ের করেছেন। এমন খবর প্রকাশ করেছে এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে সম্পর্ক ছিল বলে দাবি করেন সেই নারী। এমনকি তাঁকে (নারী) বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার দয়াল শারীরিক সম্পর্ক করেছেন বলে অভিযোগ উঠেছে। দয়ালের বিরুদ্ধে রয়েছে মানসিকভাবে নির্যাতনেরও অভিযোগ।
এনডিটিভির আজকের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযোগ করা নারী ১৪ জুন নারীদের হেল্পলাইন ১৮১ নম্বরে ফোনও দিয়েছিলেন। তবে থানা পর্যায়ে অভিযোগটা নেওয়ার মতো অবস্থায় যায়নি বলে উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অফিসের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগপত্রে বলা হয়েছে, ‘চ্যাট, স্ক্রিনশট, ভিডিও কল, ছবি—সবই সেই নারীর কাছে প্রমাণ হিসেবে রয়েছে। এই ব্যাপারে দ্রুত ও নিরপেক্ষভাবে পদক্ষেপের অনুরোধ করা হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এই পদক্ষেপ শুধু তাঁর জন্যই নয়, এমন প্রতারণামূলক সম্পর্কের ফাঁদে যাঁরা পড়েন তাঁদেরও ভবিষ্যতে বাঁচিয়ে দেবে।’
দয়ালের বিরুদ্ধে অন্যান্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কথাও জানা গেছে ভুক্তভোগী নারীর অভিযোগপত্রে। ইন্ডিয়া টুডে গত রাতে সূত্রের বরাতে জানিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর গাজিয়াবাদের ইন্দিরাপুরম সার্কেল অফিসারের কাছ থেকে এ বিষয়ে একটা প্রতিবেদন চাওয়া হয়েছে। পুলিশকে আইজিআরএসে দায়ের করা অভিযোগপত্র নিষ্পত্তির জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ২১ জুলাই পর্যন্ত।
দয়াল এ বছর আইপিএলে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার। ১৫ ম্যাচে ৯.৫৯ ইকোনমিতে নেন ১৩ উইকেট। এর আগে ২০২২ সালে গুজরাট টাইটান্সের জার্সিতে আইপিএল জিতেছিলেন তিনি।
খেলোয়াড়দের যেন ঝামেলার শেষ নেই। বাজে পারফরম্যান্সে তো সমালোচনার ঝড় ওঠেই। এমনকি মাঠের পারফরম্যান্সের বাইরে বিভিন্ন রকম অভিযোগ শোনা যায়। যেখানে আইপিএল খেলা এক ক্রিকেটারের বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ করেছেন এক নারী।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) পেসার জশ দয়ালের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক, মানসিক ও আর্থিক নিপীড়নের অভিযোগ এনেছেন এক নারী। উত্তর প্রদেশের গাজিয়াবাদের ওই নারী রাজ্যের মুখ্যমন্ত্রীর অনলাইন অভিযোগ পোর্টালের (আইজিআরএস) মাধ্যমে অভিযোগটি দায়ের করেছেন। এমন খবর প্রকাশ করেছে এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যম। পাঁচ বছর ধরে দয়ালের সঙ্গে সম্পর্ক ছিল বলে দাবি করেন সেই নারী। এমনকি তাঁকে (নারী) বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার দয়াল শারীরিক সম্পর্ক করেছেন বলে অভিযোগ উঠেছে। দয়ালের বিরুদ্ধে রয়েছে মানসিকভাবে নির্যাতনেরও অভিযোগ।
এনডিটিভির আজকের প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযোগ করা নারী ১৪ জুন নারীদের হেল্পলাইন ১৮১ নম্বরে ফোনও দিয়েছিলেন। তবে থানা পর্যায়ে অভিযোগটা নেওয়ার মতো অবস্থায় যায়নি বলে উল্লেখ করেছেন তিনি। মুখ্যমন্ত্রীর অফিসের দ্বারস্থ হয়েছেন তিনি। অভিযোগপত্রে বলা হয়েছে, ‘চ্যাট, স্ক্রিনশট, ভিডিও কল, ছবি—সবই সেই নারীর কাছে প্রমাণ হিসেবে রয়েছে। এই ব্যাপারে দ্রুত ও নিরপেক্ষভাবে পদক্ষেপের অনুরোধ করা হয়েছে। অভিযুক্তর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত। এই পদক্ষেপ শুধু তাঁর জন্যই নয়, এমন প্রতারণামূলক সম্পর্কের ফাঁদে যাঁরা পড়েন তাঁদেরও ভবিষ্যতে বাঁচিয়ে দেবে।’
দয়ালের বিরুদ্ধে অন্যান্য নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর কথাও জানা গেছে ভুক্তভোগী নারীর অভিযোগপত্রে। ইন্ডিয়া টুডে গত রাতে সূত্রের বরাতে জানিয়েছে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর দপ্তর গাজিয়াবাদের ইন্দিরাপুরম সার্কেল অফিসারের কাছ থেকে এ বিষয়ে একটা প্রতিবেদন চাওয়া হয়েছে। পুলিশকে আইজিআরএসে দায়ের করা অভিযোগপত্র নিষ্পত্তির জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ২১ জুলাই পর্যন্ত।
দয়াল এ বছর আইপিএলে চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ক্রিকেটার। ১৫ ম্যাচে ৯.৫৯ ইকোনমিতে নেন ১৩ উইকেট। এর আগে ২০২২ সালে গুজরাট টাইটান্সের জার্সিতে আইপিএল জিতেছিলেন তিনি।
জয়ের জন্য চতুর্থ ইনিংসে উইন্ডিজের দরকার ছিল ২০৪ রান। দ্বিতীয় ইনিংস শুরু করে মিচেল স্টার্কের বোলিং তোপের মুখে পড়ে তারা। প্রথম ওভারেই ৩ উইকেট খোয়ানোর পর স্টার্কের তৃতীয় ওভারে স্বাগতিকেরা হারায় আরও দুই উইকেট। পরে স্কট বোল্যান্ড ও জশ হ্যাজলউডও উইকেট শিকারের দৌড়ে যোগ দিলে মাত্র ১৪.৩ ওভারেই ওয়েস্ট ইন্ডিজ
১১ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল নাম সাকিব আল হাসান। ব্যাটিংয়ে-বোলিংয়ে আস্থার প্রতীক। বিশ্বের সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজনও বটে। মাঠের পারফরম্যান্স থেকে শুরু করে আন্তর্জাতিক স্বীকৃতি—সব জায়গায় তার উপস্থিতিই দলকে এনে দেয় বাড়তি আত্মবিশ্বাস। প্রায় ১ বছর ধরে তাঁকে ছাড়াই খেলছে বাংলাদেশ দল।
১২ ঘণ্টা আগেইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ইতিহাস গড়ল কিট চুক্তিতে। জার্মান ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক পুমার সঙ্গে তারা নতুন এক চুক্তি করেছে, যার মূল্য ১ বিলিয়ন পাউন্ড—বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার ৭০০ কোটি টাকা!
১৩ ঘণ্টা আগেসকাল থেকে মুষলধারে বৃষ্টি। তাতে বসুন্ধরা কিংস অ্যারেনার অবস্থা নাজেহাল। তবু সেখানে হয় প্রথমার্ধের খেলা। মাঠের পরিস্থিতি আরও অবনতি হওয়ায় দ্বিতীয়ার্ধে বদলে যায় ভেন্যু। দুই ভেন্যুতে পৌনে ৫ ঘণ্টার খেলায় ভুটানকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। হ্যাটট্রিক করেন শান্তি মার্দি।
১৪ ঘণ্টা আগে