Ajker Patrika

গাভাস্কারের ৪৬ বছরের রেকর্ড ভেঙে দিলেন গিল

ক্রীড়া ডেস্ক    
ডাবল সেঞ্চুরির পর শুবমান গিল। ছবি: এএফপি
ডাবল সেঞ্চুরির পর শুবমান গিল। ছবি: এএফপি

আগের দিনই এজবাস্টনে সেঞ্চুরি করেছিলেন শুবমান গিল। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে সেই সেঞ্চুরিটিকে ভারতীয় অধিনায়ক রূপ দিলেন ডাবল সেঞ্চুরির। আর তাতে ভারতীয় ক্রিকেটের রেকর্ড বাইয়ের পাতায় পাতায় ২৫ বছর বয়সী গিল কাটলেন আঁকিবুঁকি। ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ টেস্ট রানের ইনিংসটি এখন তাঁরই।

এ প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন গিলের রান ২৩১। ২২২ রান করেই তিনি ভেঙে দিয়েছেন সুনীল গাভাস্কারের ৪৬ বছরের পুরোনো রেকর্ড। ১৯৭৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে ২২১ রানে ইনিংস খেলেছিলেন তিনি। এত দিন সেটাই ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় সেরা ইনিংস ছিল। কিন্তু কাল তাঁকে ছাড়িয়ে গেলেন গিল।

শুধু কী গিল গাভাস্কারের রেকর্ড ভেঙেছেন। তিনি রেকর্ড বইয়ের আরেক পাতা থেকে মুছে দিয়েছেন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনকেও। ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্রাফোর্ড টেস্টে অধিনায়ক হিসেবে ১৭৯ রানের ইনিংস খেলেছিলেন আজহারউদ্দিন। এত দিন সেটাই ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় অধিনায়কের সেরা ইনিংস ছিল। তাঁকে ছাড়িয়ে গেলেন গিল। গিলের ডাবল সেঞ্চুরির সুবাদে ভারত প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে তুলেছে ৫০৯ রান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত হলেন এনবিআরের ১৪ কর্মকর্তা

দরপত্র ছাড়াই জুলাই স্মৃতি জাদুঘরের কাজ পেল দুই প্রতিষ্ঠান, এরা কারা

ট্রাকে করে ৪৩ হাজার পৃষ্ঠার নথি ইসিতে জমা দিয়েও নিবন্ধন পেল না এনসিপি

বিধি লঙ্ঘন করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেন এনসিপি নেতা

বিমানবন্দর থেকেই ৯৬ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত