বসন্ত এল বুঝি ফাগুনের স্নিগ্ধতা নিয়ে
লিমন হাসান ও নূরে জান্নাত মীম। দুজনই ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা না হলেও তাঁদের দেখা হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে, শিক্ষাসংক্রান্ত কাজে। ইংরেজি পড়াতে পড়াতেই একসঙ্গে পথচলার পরিকল্পনা।