Ajker Patrika

যুক্তরাষ্ট্রে রোবোটিকস প্রতিযোগিতায় রানারআপ ব্র্যাক বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৭ আগস্ট ২০২৩, ১৯: ১১
যুক্তরাষ্ট্রে রোবোটিকস প্রতিযোগিতায় রানারআপ ব্র্যাক বিশ্ববিদ্যালয়

‘আগেরবার আমাদের বিশ্ববিদ্যালয়ের নাম তাঁরা ঠিকমতো বলতে পারত না। শব্দ ধরে ধরে উচ্চারণ করত। তবে এবার তাঁরা নাম জেনেছে। আমরা বাংলাদেশের পতাকা তুলে ধরতে পারিনি। তবে দেশের নাম জানিয়ে এসেছি’—কথাগুলো বলছিলেন সদ্য সমাপ্ত ‘রোবোসাব’-এ রানারআপ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাকইউ ডুবুরির দলনেতা এ টি এম মাসুম বিল্লাহ। 

আজ রোববার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে ব্র্যাকইউ ডুবুরির সদস্যদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাসুম বিল্লাহ ছাড়াও ব্র্যাকইউ ডুবুরির অন্য সদস্যরা তাঁদের অনুভূতি ও অভিজ্ঞতা তুলে ধরেন। বিশ্বের মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা রোবোসাব-২০২৩-এ রানারআপ হয়েছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরিকৃত স্বয়ংক্রিয় ডুবোযান ব্র্যাকইউ ডুবুরি। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গত ৩১ জুলাই থেকে ৬ আগস্ট অনুষ্ঠিত এ বছরের প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩৪টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ব্র্যাক ইউনিভার্সিটি দ্বিতীয় আর তৃতীয় হয়েছে ইউনিভার্সিটি অব আলবার্টা। 

ব্র্যাকইউ ডুবুরি দলটির উপদেষ্টা হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. খলিলুর রহমান। দলটির সঙ্গে সংযুক্ত রয়েছেন প্রায় ৫০ জন শিক্ষার্থী। 
 
ব্র্যাকের শিক্ষার্থীরা যে রোবটটি তৈরি করেছেন, সেটি স্বয়ংক্রিয়ভাবে পানির নিচে চলাচলে ও মেশিন লার্নিং দ্বারা উপাত্ত সংগ্রহে সক্ষম। এটি পানি দূষণ হ্রাস, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমের ক্ষেত্রে কাজ করতে পারে। ব্র্যাকইউ ডুবুরিতে ব্যবহৃত ক্যামেরা দিয়ে অপেক্ষাকৃত কম আলো ও ঘোলা পানিতেও কাজ করা যায়। স্রোতযুক্ত পানিতে ভালোমতো কাজ করতে এতে অত্যাধুনিক আটটি থ্রাস্টার ব্যবহার করা হয়েছে। 

অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন বলেন, ‘বাংলাদেশ নদীমাতৃক দেশ। এ দেশে অনেক নৌ দুর্ঘটনা ঘটে থাকে। রোবট ডুবুরিকে এসব দুর্ঘটনার ক্ষেত্রে কাজে লাগালে, সেটি দুর্ঘটনাকবলিত যান ও মানুষ শনাক্ত করতে পারবে এবং উদ্ধারে সহায়তা করতে পারবে। সেই সঙ্গে এই রোবট ডুবুরিকে কাজে লাগিয়ে আমরা বঙ্গোপসাগরের নিচে থাকা বিপুল সম্পদ আহরণ করতে পারব।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স কাউন্সিলর স্টিফেন ইবেলি, রবি আজিয়াটা লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশনের ভাইস প্রেসিডেন্ট শামীম উজ জামান এবং ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রির এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম। 

অধ্যাপক সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, ব্র্যাক বিশ্ববিদ্যালয় বাংলাদেশে রোবোটিকসে শ্রেষ্ঠত্ব অর্জনের পথে অন্যতম দিশারি হতে পারে। তিনি ইন্ডাস্ট্রি স্টেকহোল্ডারদের এগিয়ে আসতে এবং শিক্ষার্থী ও গবেষকদের এসব উদ্যোগকে সহায়তা করার আহ্বান জানান। 

ওয়ালটন ডিজিটেক ইন্ডাস্ট্রির এক্সিকিউটিভ ডিরেক্টর আজিজুল হাকিম বলেন, শিক্ষার্থীদের আরও বেশি গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশ করতে হবে। বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোতে ইতিমধ্যে এই ক্ষেত্র প্রস্তুত করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত