নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে ‘চাকরিতে পুনর্বহাল’ এবং ‘সমকামিতাকে উৎসাহিত করে’ এমন কার্যক্রম থেকে প্রতিষ্ঠানটিকে সরে আসার দাবিতে আন্দোলন শুরু করেছেন কিছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে গতকাল মঙ্গলবার দিনভর আন্দোলন করেন তাঁরা। বিষয়টি জাতীয় ইস্যু দাবি করে সবাইকে প্রতিবাদ করার আহ্বানও জানিয়েছেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গতকাল সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষক আসিফ মাহতাবের পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছেঁড়ার ঘটনায় কেন প্রতিক্রিয়া হচ্ছে, তা খতিয়ে দেখতে হবে। একটি গল্পের কারণে যদি প্রতিক্রিয়া হয়, তা কেন হচ্ছে, সেটাও খতিয়ে দেখতে হবে। শরীফার গল্পের উপস্থাপনা পরিবর্তন করা যায় কি না, এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে।
সবকিছু নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে একটি গোষ্ঠী নানা বিষয়ে ধর্মকে ব্যবহার করে।
নানা সময়ে অরাজকতা করা বা পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রবণতা তাদের আছে।’
১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক সেমিনারে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। এ সময় তিনি অভিযোগ করেন, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। একপর্যায়ে তিনি ওই বইয়ের ‘মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা’ অধ্যায়ে ‘শরীফার গল্প’ অংশের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। এর মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ মাহতাব অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে চাকরিচ্যুত করেছে। যদিও ব্র্যাক বিশ্ববিদ্যালয় জানায়, এই অভিযোগ সত্য নয়। কেননা, তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষকই নন।
এর মধ্যে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান ফটকে আন্দোলন শুরু করেন কিছু শিক্ষার্থী। প্রধান ফটক বন্ধ করে তাঁরা সেখানে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি।
একপর্যায়ে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছাড়াও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ আশপাশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। দুপুরে এই আন্দোলনে সংহতি জানাতে আসে ইসলামী ছাত্র আন্দোলন।
বিকেলে আন্দোলনে সমন্বয়কারীদের একজন আহনাফ মারুফ আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার ধারণাকে উৎসাহিত করা হচ্ছে।
আন্দোলনের একপর্যায়ে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষার্থীরা ফটক ছাড়েন।
আন্দোলনরত শিক্ষার্থী ফরিদ বলেন, ‘বিষয়টি জাতীয় ইস্যু। তাই জাতীয়ভাবেই প্রতিবাদ করা উচিত। দেশের সব জায়গা থেকে এখন এগিয়ে আসার আহ্বান জানাই।’
সন্ধ্যায় ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশনসের ডেপুটি ম্যানেজার ফাতিউস ফাহমিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করেছেন। তাঁরা শিক্ষার্থীদের দাবিদাওয়া শুনে তাঁদের আশ্বস্ত করেছেন।
যানজটে ভুগল নগরবাসী
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীরা অবস্থান করায় সাধারণ শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েন। বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে গাড়ি চলাচলও ছিল খুবই ধীরগতিতে। এতে রামপুরা-বাড্ডায় সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন এসব রুটের চলাচল করা যাত্রী ও চালকেরা। যানজটের কারণে গণপরিবহন থেকে নেমে যাত্রীদের হেঁটে গন্তব্য যেতে দেখা যায়।
বাড্ডায় এক পাঠাও চালক আল আমিন বলেন, সকাল থেকেই এই পথে যানজট শুরু হয়। এক ভাড়াতেই ঘণ্টা পার হয়ে গেছে।
যানজটের বিষয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের সহকারী কমিশনার অমিত কুমার দাস বলেন, সকাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে যান চলাচলে ধীরগতি হয়। এতে কিছুটা যানজট হয় সড়কটিতে।
রাজধানীতে বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবকে ‘চাকরিতে পুনর্বহাল’ এবং ‘সমকামিতাকে উৎসাহিত করে’ এমন কার্যক্রম থেকে প্রতিষ্ঠানটিকে সরে আসার দাবিতে আন্দোলন শুরু করেছেন কিছু শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক আটকে গতকাল মঙ্গলবার দিনভর আন্দোলন করেন তাঁরা। বিষয়টি জাতীয় ইস্যু দাবি করে সবাইকে প্রতিবাদ করার আহ্বানও জানিয়েছেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। গতকাল সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, শিক্ষক আসিফ মাহতাবের পাঠ্যবইয়ের পৃষ্ঠা ছেঁড়ার ঘটনায় কেন প্রতিক্রিয়া হচ্ছে, তা খতিয়ে দেখতে হবে। একটি গল্পের কারণে যদি প্রতিক্রিয়া হয়, তা কেন হচ্ছে, সেটাও খতিয়ে দেখতে হবে। শরীফার গল্পের উপস্থাপনা পরিবর্তন করা যায় কি না, এ বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে।
সবকিছু নিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটির সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশে একটি গোষ্ঠী নানা বিষয়ে ধর্মকে ব্যবহার করে।
নানা সময়ে অরাজকতা করা বা পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রবণতা তাদের আছে।’
১৯ জানুয়ারি রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক সেমিনারে বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। এ সময় তিনি অভিযোগ করেন, সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ে ট্রান্সজেন্ডার নিয়ে আলোচনা করে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। একপর্যায়ে তিনি ওই বইয়ের ‘মানুষে মানুষে সাদৃশ্য ও ভিন্নতা’ অধ্যায়ে ‘শরীফার গল্প’ অংশের পৃষ্ঠা ছিঁড়ে ফেলেন। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় আলোচনা-সমালোচনা। এর মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আসিফ মাহতাব অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে চাকরিচ্যুত করেছে। যদিও ব্র্যাক বিশ্ববিদ্যালয় জানায়, এই অভিযোগ সত্য নয়। কেননা, তিনি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষকই নন।
এর মধ্যে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মেরুল বাড্ডায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রধান ফটকে আন্দোলন শুরু করেন কিছু শিক্ষার্থী। প্রধান ফটক বন্ধ করে তাঁরা সেখানে অবস্থান নেন। সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে অবস্থান কর্মসূচি।
একপর্যায়ে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছাড়াও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ আশপাশের অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। দুপুরে এই আন্দোলনে সংহতি জানাতে আসে ইসলামী ছাত্র আন্দোলন।
বিকেলে আন্দোলনে সমন্বয়কারীদের একজন আহনাফ মারুফ আজকের পত্রিকাকে বলেন, বাংলাদেশে সমকামিতাকে বৈধতা দেওয়ার জন্য পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডার ধারণাকে উৎসাহিত করা হচ্ছে।
আন্দোলনের একপর্যায়ে বিকেলে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন। দীর্ঘ আলোচনার পর সন্ধ্যা সাড়ে ৭টায় শিক্ষার্থীরা ফটক ছাড়েন।
আন্দোলনরত শিক্ষার্থী ফরিদ বলেন, ‘বিষয়টি জাতীয় ইস্যু। তাই জাতীয়ভাবেই প্রতিবাদ করা উচিত। দেশের সব জায়গা থেকে এখন এগিয়ে আসার আহ্বান জানাই।’
সন্ধ্যায় ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অব কমিউনিকেশনসের ডেপুটি ম্যানেজার ফাতিউস ফাহমিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসে আলোচনা করেছেন। তাঁরা শিক্ষার্থীদের দাবিদাওয়া শুনে তাঁদের আশ্বস্ত করেছেন।
যানজটে ভুগল নগরবাসী
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আন্দোলনকারীরা অবস্থান করায় সাধারণ শিক্ষার্থীরাও ভোগান্তিতে পড়েন। বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে গাড়ি চলাচলও ছিল খুবই ধীরগতিতে। এতে রামপুরা-বাড্ডায় সড়কে যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন এসব রুটের চলাচল করা যাত্রী ও চালকেরা। যানজটের কারণে গণপরিবহন থেকে নেমে যাত্রীদের হেঁটে গন্তব্য যেতে দেখা যায়।
বাড্ডায় এক পাঠাও চালক আল আমিন বলেন, সকাল থেকেই এই পথে যানজট শুরু হয়। এক ভাড়াতেই ঘণ্টা পার হয়ে গেছে।
যানজটের বিষয়ে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের সহকারী কমিশনার অমিত কুমার দাস বলেন, সকাল থেকে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীদের আন্দোলনের ফলে যান চলাচলে ধীরগতি হয়। এতে কিছুটা যানজট হয় সড়কটিতে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪