নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে চুক্তি বাতিলের অবস্থান থেকে সরে না এলে ব্র্যাকের প্রতিটি ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ শুক্রবার ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘সমকামিতার বিরোধিতা করায় ব্র্যাক থেকে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়। যদি ব্র্যাক এই সিদ্ধান্ত না বদলায়, তবে দেশের জনগণকে নিয়ে ব্র্যাকের প্রতিটি ইট খুলে ফেলব।’
একটি এনজিও হয়ে ব্র্যাক সমকামিতার বিরোধিতার জন্য চাকরিচ্যুত করবে, সেটা হবে না বলে তিনি উল্লেখ করেন।
ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়েও এক শিক্ষককে চাকরিচ্যুত করার চক্রান্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
ব্র্যাক ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের চাকরিচ্যুতির সমস্যা সামাল দিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলনের দ্বিতীয় শীর্ষ নেতা। তিনি বলেন, সহশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লজ্জা তুলে নেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পাঁয়তারা করছে।
বর্তমান সরকার সমকামিতার পক্ষে, না বিপক্ষে; সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি।
শিক্ষামন্ত্রী কৌশলে পাঠ্যবই থেকে ইসলামকে বাদ দেওয়ার পাঁয়তারা করছে, এমন অভিযোগ করে তিনি বলেন, সরকার এপার বাংলা ও ওপার বাংলা এক করার চেষ্টা করছে।
সমাবেশে দলের অন্য নেতারা বলেন, শক্তিশালী বিরোধী দল না থাকায় সরকার ক্ষমতার দাপটে জাতিকে মূর্খ করার পরিকল্পনা করছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ অন্য নেতারা সমাবেশে বক্তৃতা করেন।
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাবের সঙ্গে চুক্তি বাতিলের অবস্থান থেকে সরে না এলে ব্র্যাকের প্রতিটি ইট খুলে নেওয়ার হুমকি দিয়েছে ইসলামী আন্দোলন। দলটির সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আজ শুক্রবার ঢাকায় এক বিক্ষোভ সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
জুমার পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে সমাবেশটি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ‘সমকামিতার বিরোধিতা করায় ব্র্যাক থেকে আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করা হয়। যদি ব্র্যাক এই সিদ্ধান্ত না বদলায়, তবে দেশের জনগণকে নিয়ে ব্র্যাকের প্রতিটি ইট খুলে ফেলব।’
একটি এনজিও হয়ে ব্র্যাক সমকামিতার বিরোধিতার জন্য চাকরিচ্যুত করবে, সেটা হবে না বলে তিনি উল্লেখ করেন।
ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়েও এক শিক্ষককে চাকরিচ্যুত করার চক্রান্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেন।
ব্র্যাক ও ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের চাকরিচ্যুতির সমস্যা সামাল দিতে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ইসলামী আন্দোলনের দ্বিতীয় শীর্ষ নেতা। তিনি বলেন, সহশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের লজ্জা তুলে নেওয়া হয়েছে। পরিকল্পিতভাবে সরকার শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের পাঁয়তারা করছে।
বর্তমান সরকার সমকামিতার পক্ষে, না বিপক্ষে; সে বিষয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট বক্তব্য দাবি করেন তিনি।
শিক্ষামন্ত্রী কৌশলে পাঠ্যবই থেকে ইসলামকে বাদ দেওয়ার পাঁয়তারা করছে, এমন অভিযোগ করে তিনি বলেন, সরকার এপার বাংলা ও ওপার বাংলা এক করার চেষ্টা করছে।
সমাবেশে দলের অন্য নেতারা বলেন, শক্তিশালী বিরোধী দল না থাকায় সরকার ক্ষমতার দাপটে জাতিকে মূর্খ করার পরিকল্পনা করছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদসহ অন্য নেতারা সমাবেশে বক্তৃতা করেন।
পুরোপুরি পাকেনি সুনামগঞ্জের জগন্নাথপুরের হাওরের ধান। তবে অকালবন্যার শঙ্কায় ১ বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে ধান কাটা শুরু হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, ইতিমধ্যে ৩০ ভাগের বেশি জমির বোরো ফসল ঘরে তুলেছেন কৃষক।
৩ ঘণ্টা আগেবরগুনার আমতলী উপজেলার খেকুয়ানী মাধ্যমিক বিদ্যালয় ভবনের নিচতলায় বসছে পানের বাজার। খেকুয়ানী বাজারের ইজারাদার শাহ আলম শিকদার এ বাজার বসাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার রেসিডেনসিয়াল ল্যাবরেটরি কলেজে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কলেজের চেয়ারম্যানের যাচ্ছেতাই নিয়মে চলছে প্রতিষ্ঠানটি। দুটি বিষয়ের মাত্র তিনজন শিক্ষক দিয়ে চলছে কলেজটির শিক্ষা কার্যক্রম।
৫ ঘণ্টা আগেভারতীয় চেইন হসপিটাল ফর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউটের নাম ভাঙিয়ে শতকোটি টাকা লোপাটের অভিযোগ উঠেছে এএফসি হেলথ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। প্রতিষ্ঠানটি ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও কুমিল্লায় ‘ফর্টিস’ নামে চারটি শাখা
৫ ঘণ্টা আগে