গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য সবকিছু প্রস্তুত: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমিরাবদুল্লাহিয়ান বলেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির জন্য এখন সবকিছু প্রস্তুত। আজ বুধবার তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে যে ইতিবাচক প্রতিক্রিয়া দিয়েছে, তা বিরোধের সমাধানের জন্য উপযুক্ত ক্ষেত্র প্রস্তুত করেছে।