অনলাইন ডেস্ক
গত নভেম্বরে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালান হয়েছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলার পাল্টা জবাব হিসেবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চার ও একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ‘সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার’ নির্দেশ দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলায় এক শিশুসহ দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, লেবানন যেন নতুন যুদ্ধে জড়িয়ে না পড়ে। তবে হিজবুল্লাহ দাবি করেছে, তারা এই রকেট হামলার সঙ্গে সম্পৃক্ত নয় এবং ১৪ মাসের যুদ্ধবিরতি চুক্তির প্রতি তারা এখনো প্রতিশ্রুতিবদ্ধ।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সকালে লেবাননের দিক থেকে ছোড়া তিনটি রকেট ইসরায়েলের উত্তরের মেতুলা শহরের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ধ্বংস করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর কয়েক ঘণ্টা পর লেবাননের সেনাবাহিনী জানায়, তারা একটি অভিযানে তিনটি অস্থায়ী রকেট লঞ্চার উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। পরে এক বিবৃতিতে হিজবুল্লাহ আবারও ইসরায়েলে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে এবং যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
যদিও যুদ্ধবিরতি কার্যকর থাকলে তা বেশ নড়বড়ে অবস্থায় রয়েছে। ইসরায়েল প্রায় প্রতিদিনই হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং জানিয়েছে, তারা এই অভিযান অব্যাহত রাখবে যাতে হিজবুল্লাহ পুনরায় শক্তিশালী হতে না পারে।
লেবাননের সরকার বলছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করে রেখেছে। যা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ। চুক্তি অনুযায়ী, ইসরায়েলের সেনাদের ওই সব এলাকা থেকে সরে যাওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েল বলছে, লেবাননের সেনাবাহিনী এখনো পুরোপুরি ওই সব এলাকায় মোতায়েন হয়নি। তাই সীমান্ত নিরাপত্তার স্বার্থে তাদের সেনা উপস্থিত থাকা জরুরি।
ইসরায়েলে শনিবারের এই রকেট হামলা লেবানন সরকারের ওপর আরও চাপ তৈরি করবে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় তিনি বলেন, দেশটিতে কেবল রাষ্ট্রীয় বাহিনীর হাতে অস্ত্র থাকা উচিত। এই মন্তব্য হিজবুল্লাহর অস্ত্রাগারের বিষয়ে পরোক্ষ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, লেবাননের আন্তর্জাতিক সহযোগীরা স্পষ্ট জানিয়েছে, সরকার যদি হিজবুল্লাহর শক্তি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে তারা লেবাননকে আর্থিক সহায়তা দিতে অনাগ্রহী থাকবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের হামলার পরদিন হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে। এরপর এই সংঘাত তীব্র আকার নেয়, ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা চালায়। হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করে এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযান পরিচালনা করে।
ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে অনেক বেসামরিক নাগরিক রয়েছেন। এ ছাড়া, ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের দাবি, উত্তরের শহরগুলো থেকে হিজবুল্লাহর হুমকি দূর করাই তাদের এই অভিযানের মূল লক্ষ্য ছিল।
গত নভেম্বরে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো লেবানন থেকে ইসরায়েলে রকেট হামলা চালান হয়েছে বলে অভিযোগ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই হামলার পাল্টা জবাব হিসেবে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর রকেট লঞ্চার ও একটি কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) ‘সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার’ নির্দেশ দিয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েলের হামলায় এক শিশুসহ দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী সতর্ক করেছেন, লেবানন যেন নতুন যুদ্ধে জড়িয়ে না পড়ে। তবে হিজবুল্লাহ দাবি করেছে, তারা এই রকেট হামলার সঙ্গে সম্পৃক্ত নয় এবং ১৪ মাসের যুদ্ধবিরতি চুক্তির প্রতি তারা এখনো প্রতিশ্রুতিবদ্ধ।
জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল এই পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংঘর্ষ এড়ানোর আহ্বান জানিয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার সকালে লেবাননের দিক থেকে ছোড়া তিনটি রকেট ইসরায়েলের উত্তরের মেতুলা শহরের আকাশ প্রতিরক্ষাব্যবস্থায় ধ্বংস করা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর কয়েক ঘণ্টা পর লেবাননের সেনাবাহিনী জানায়, তারা একটি অভিযানে তিনটি অস্থায়ী রকেট লঞ্চার উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে। পরে এক বিবৃতিতে হিজবুল্লাহ আবারও ইসরায়েলে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে এবং যুদ্ধবিরতির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
যদিও যুদ্ধবিরতি কার্যকর থাকলে তা বেশ নড়বড়ে অবস্থায় রয়েছে। ইসরায়েল প্রায় প্রতিদিনই হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়ে যাচ্ছে এবং জানিয়েছে, তারা এই অভিযান অব্যাহত রাখবে যাতে হিজবুল্লাহ পুনরায় শক্তিশালী হতে না পারে।
লেবাননের সরকার বলছে, ইসরায়েল দক্ষিণ লেবাননের পাঁচটি এলাকায় সেনা মোতায়েন করে রেখেছে। যা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন এবং যুদ্ধবিরতি চুক্তির শর্ত ভঙ্গ। চুক্তি অনুযায়ী, ইসরায়েলের সেনাদের ওই সব এলাকা থেকে সরে যাওয়ার কথা ছিল। কিন্তু ইসরায়েল বলছে, লেবাননের সেনাবাহিনী এখনো পুরোপুরি ওই সব এলাকায় মোতায়েন হয়নি। তাই সীমান্ত নিরাপত্তার স্বার্থে তাদের সেনা উপস্থিত থাকা জরুরি।
ইসরায়েলে শনিবারের এই রকেট হামলা লেবানন সরকারের ওপর আরও চাপ তৈরি করবে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেছেন। এ সময় তিনি বলেন, দেশটিতে কেবল রাষ্ট্রীয় বাহিনীর হাতে অস্ত্র থাকা উচিত। এই মন্তব্য হিজবুল্লাহর অস্ত্রাগারের বিষয়ে পরোক্ষ ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, লেবাননের আন্তর্জাতিক সহযোগীরা স্পষ্ট জানিয়েছে, সরকার যদি হিজবুল্লাহর শক্তি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে তারা লেবাননকে আর্থিক সহায়তা দিতে অনাগ্রহী থাকবে।
প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের হামলার পরদিন হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায় এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে। এরপর এই সংঘাত তীব্র আকার নেয়, ইসরায়েল লেবাননে ব্যাপক বিমান হামলা চালায়। হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যা করে এবং দক্ষিণ লেবাননে স্থল অভিযান পরিচালনা করে।
ইসরায়েলের সামরিক অভিযানে লেবাননে প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়েছেন। যার মধ্যে অনেক বেসামরিক নাগরিক রয়েছেন। এ ছাড়া, ১২ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের দাবি, উত্তরের শহরগুলো থেকে হিজবুল্লাহর হুমকি দূর করাই তাদের এই অভিযানের মূল লক্ষ্য ছিল।
জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রমেই তীব্রতর হয়ে উঠছে, আর এর মারাত্মক প্রভাব পড়ছে কলা চাষে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘ক্রিশ্চিয়ান এইড’-এর এক নতুন প্রতিবেদনে বলা হয়েছে—ক্রমবর্ধমান তাপমাত্রা, চরম আবহাওয়া এবং জলবায়ু-সম্পর্কিত পোকামাকড়ের আক্রমণে কলা উৎপাদন চরম সংকটে পড়েছে।
৩১ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েল নির্মম বর্বরতা চালিয়ে যাচ্ছে গত ১৮ মাসের বেশি সময় ধরে। এ সময়ে ইসরায়েলি বাহিনী প্রতিদিন অঞ্চলটিতে ঘণ্টায় গড়ে প্রায় একজন করে ফিলিস্তিনি নারীকে হত্যা করেছে এবং এখনো করছে। আজ সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থা ইউরোপ-মেড হিউম্যান রাইটস মনিটর এই তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেভিয়েতনামের রাষ্ট্রপ্রধান তো লামের মস্কো সফর শেষে এল এই ঘোষণা। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি প্রায় এক দশক আগে স্থগিত হওয়া পরমাণু প্রকল্পের পরিকল্পনা আবার সক্রিয় করেছে, কারণ, তাদের দ্রুত বিকাশমান অর্থনীতিকে টিকিয়ে রাখতে বিদ্যুৎ উৎপাদনক্ষমতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।
১ ঘণ্টা আগেএই ঘোষণার পর তুরস্ক ও পিকেকের দীর্ঘদিনের সংঘাত শেষ হওয়ার পথ তৈরি হয়েছে, যে সংঘাত ছড়িয়ে পড়েছিল সিরিয়া ও ইরাকেও। এর আগে চলতি বছর ফেব্রুয়ারিতে কারাগার থেকে এক চিঠিতে গোষ্ঠীটিকে অস্ত্র সমর্পণের আহ্বান জানান ওজালান।
১ ঘণ্টা আগে