ভাত হলো, আনাস ফিরল না
‘আম্মু, আমি চাচার লগে চুল কাটতে যাই। চুল কাইটা আইয়া ভাত খামু। আমার জন্য ভাত রাইন্দা রাখো।’ বাড়ি থেকে বের হওয়ার আগে স্বভাবসুলভ এমনই আবদার ছিল ৫ বছরের শিশু আনাস হোসেনের। এই শিশুটি চুলও কাটিয়েছিল। বাড়িও ফিরেছে। অপর দিকে ভাতও রান্না হয়েছে। কিন্তু সে আর মায়ের হাতে ভাত খেতে পারবে না। এই মাতম করছেন মা সুমা