Ajker Patrika

পতিত জমিতে চাষের উদ্যোগ, বীজ বিতরণ

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ২২ এপ্রিল ২০২২, ১০: ৪৭
পতিত জমিতে চাষের উদ্যোগ, বীজ বিতরণ

বুড়িচং উপজেলার পাহাড়পুর গ্রামের ৮০ বিঘা পতিত জমিতে আউশ ধান চাষের উদ্যোগ গ্রহণ করেছে কৃষি বিভাগ। এ লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের সহযোগিতায় ৪০ জন কৃষকের মধ্যে পাঁচ কেজি করে ব্রি ধান-৪৮-এর বীজ বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পাহাড়পুর গ্রামে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয়ের প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম ও বুড়িচং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় উপস্থিত থেকে এই বীজ বিতরণ করেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শাহেদ হোসেন জানান, পাহাড়পুর গ্রামের বেলবাড়ি মাঠে এ বছর আউশ আবাদ সম্প্রসারিত হবে। স্থানীয় কৃষকদের সঙ্গে এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষসহ একাধিক আলোচনা সভা করে তাঁদের চাহিদার ভিত্তিতে বীজের ব্যবস্থা করা হয়েছে। বীজ হাতে পেয়ে সবাই উৎসাহিত। সবার মধ্যে আসন্ন আউশ মৌসুমকে ঘিরে নতুন আশার সঞ্চার হয়েছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বানিন রায় বলেন, ক্রমহ্রাসমান কৃষিজমির বিপরীতে ধানের উৎপাদন বৃদ্ধি করতে হলে মৌসুমি পতিত জমিগুলো আউশ আবাদের আওতায় আনতে হবে। গত বছরের ধারাবাহিকতায় এ বছর চারটি গ্রামে মৌসুমি পতিত জমিতে আউশ আবাদের বিশেষ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে পাহাড়পুর গ্রামের বেলবাড়ি মাঠ অন্যতম। আদর্শ বীজতলা তৈরি থেকে শুরু করে সঠিক বয়সের চারা রোপণ, সুষম সার ব্যবস্থাপনা ও রোগ-পোকার ব্যবস্থাপনাসহ সব বিষয় নিশ্চিত করে ভালো ফলন নিশ্চিত করতে কর্মকর্তারা তৎপর থাকবেন বলে জানান তিনি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. আফরিণা আক্তার বলেন, ‘আমাদের উদ্যোগের সঙ্গে থাকার জন্য ব্রি আঞ্চলিক কার্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। মৌসুমি পতিত জমিতে আউশ আবাদের বিশেষ কার্যক্রম অব্যাহত থাকবে। এ বছর বুড়িচং উপজেলায় লক্ষ্যমাত্রার তুলনায় অধিক আউশ আবাদ অর্জন হবে বলে আশা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত