বুড়িচংয়ের ধানবীজ গেছে সাত উপজেলায়
আউশ মৌসুমে চাষের জন্য বুড়িচংয়ে উৎপাদিত ব্রি-ধান-৯৮-এর বীজ দেশের ৭টি উপজেলায় পাঠানো হয়েছে। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে গত বছর প্রথমবারের মতো বুড়িচং উপজেলার জরুইন গ্রামে ব্রি-ধান-৯৮ চাষ করেন মো. আবুল হাসেম ও মো. রফিকুল ইসলাম। এই উৎপাদিত ধানই বীজ হিসেবে সংগ্রহ করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।