Ajker Patrika

বুড়িচংয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িচং প্রতিনিধি
আপডেট : ৩১ মে ২০২২, ১৫: ২১
বুড়িচংয়ে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর বাজারের দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে জেলা ও উপজেলা প্রশাসন এ উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গতকাল সকাল থেকে একাধিক বুলডোজার দিয়ে এ উচ্ছেদ অভিযান শুরু করা হয়। শুরুতে কিছু ব্যবসায়ীরা তাঁদের দোকানের বৈধতা দাবি করলেও কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকে। জেলা ও বুড়িচং উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ফায়ার সার্ভিস ও দেবপুর পুলিশ ফাঁড়ির সদস্য এবং আনসার বাহিনীর সদস্যরা ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এ অভিযানে অংশ নেন। পাঁচ ঘণ্টার অভিযানে দুই শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।

বাজারের ব্যবসায়ীরা অহিদুর রহমান বলেন, ‘অনেক বছর ধরে এ বাজারে ব্যবসা করে আসছি। হঠাৎ করে দোকান ভেঙে ফেলায় বিপদে পড়ে গিয়েছি আমরা। এ বাজারে অসংখ্য মানুষ ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন। হঠাৎ করে সরকারের এমন সিদ্ধান্তে শত শত ব্যবসায়ী বেকার হয়ে পড়েছেন।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম জানান, কংশনগরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দুপাশ দখল করে দুই শতাধিক দোকান গড়ে তোলা হয়েছি। কংশনগরের মূল বাজারে ঢুকতেই দোকানগুলোর অবস্থান ছিল। ব্যবসায়ীদের দীর্ঘদিন মাইকিং এবং নোটিশ দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বলা হচ্ছিল। তাঁরা সরিয়ে না নেওয়ায় আজ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত