মো. জহিরুল হক বাবু, বুড়িচং
ঢাকার একটি বেসরকারি কোম্পানির সেলস ম্যানেজার পদে চাকরি করতেন হুমায়ূন কবির। নিজের কর্মক্ষমতা ও পরিশ্রমে অল্প দিনেই সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার পদে পদোন্নতি পান। সব ভালোই চলছিল। হঠাৎ ২০১৫ সালের অক্টোবর মাসে স্ট্রোক করেন তিনি। ছয় মাস চিকিৎসা শেষে ডান হাত ও পা প্যারালাইসিস অবস্থায় হাসপাতাল ছাড়েন। এই অবস্থায় কোম্পানি স্বপদে বহাল রাখে হুমায়ূনকে। কিন্তু অসুস্থতার কারণে আগের মতো কর্মদক্ষতার পরিচয় দিতে পারছিলেন না তিনি। এরপর শুরু হয় করোনাভাইরাসের সংক্রমণ। বাধ্য হয়ে চাকরি ছেড়ে গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামে ফিরে আসেন। বর্তমানে সেখানে ফলবাগান, সবজি চাষ ও গরুর খামার করে স্বাচ্ছন্দ্যে আছেন তিনি। এতে তাঁকে সহযোগিতা করেছেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।
চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে হুমায়ূন কবির বলছিলেন, অসুস্থতার মধ্যেও কোম্পানি চাকরিতে বহাল রাখে। একসময় করোনা সংক্রমণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ে কোম্পানির ওপর। কমতে থাকে উৎপাদন ও বিক্রি। কর্মীদের ছাঁটাই করছিল কোম্পানি। মানবিক দিক বিবেচনা করে আমাকে রাখলেও কোম্পানির কথা চিন্তা করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে চাকরি থেকে অব্যাহতি নিই।
উপজেলার মিথিলাপুর গ্রামটি সবুজ-শ্যামল হিসেবে পরিচিত। সেখানে কাটতে থাকে হুমায়ূনের সময়। সাত মাস বাড়িতে থেকে দুশ্চিন্তা হুমায়ূনকে আরও অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছিল। অলস না থেকে কিছু একটা করার চিন্তা আসে হুমায়ূনের মাথায়। বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিতে ফসল করার চিন্তা করেন তিনি।
২০২১ সালের শেষের দিকে স্ত্রীকে নিয়ে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান হুমায়ূন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়ের কাছে খুলে বলেন সবকিছু। সব শুনে হুমায়ূনের বাড়ি পরিদর্শনে আসেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বানিন রায়। বাড়ি পরিদর্শন শেষে উপসহকারী কৃষি কর্মকর্তা ইসরাফিল আলমকে নির্দেশ দেন বাড়ির আঙিনাসহ পরিত্যক্ত জমিগুলো চাষাবাদের আওতায় আনতে হুমায়ূনকে সহায়তা দেওয়ার জন্য।
হুমায়ূন কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিগুলোকে কাজে লাগাতে শুরু করেন। প্রথমে আঙিনায় আম, কাঁঠাল, লেবু, জাম্বুরা, কলা, বিলিম্বু গাছ লাগান। পাশেই বিভিন্ন মৌসুমি সবজি করলা, বেগুন, টমেটো, ঢ্যাঁড়সের চাষ শুরু করেন। এই কাজে সহযোগিতা করেন স্ত্রী ও ছোট ভাই।
পরে জানুয়ারি মাসে কৃষি বিভাগের সহযোগিতায় বাড়ির পাশের পরিত্যক্ত ৬০ শতক জমিতে ভুট্টা চাষ করেন হুমায়ূন। ভুট্টা গাছের পাতা গবাদিপশুর উৎকৃষ্ট খাদ্য হিসেবে ব্যবহার হয়। তাই হুমায়ূন মনস্থির করলেন, একটি গরুর খামার করবেন। বাড়ি আঙিনার একপাশে পুরোনো একটি ঘর সংস্কার করে গরুর খামার তৈরি করলেন তিনি। প্রথম ধাপে পাঁচটি গরু দিয়ে খামারের যাত্রা শুরু। গরুর খাবার হিসেবে ভুট্টাগাছের পাতা ব্যবহার করেন তিনি।
এদিকে ৬০ শতক জমিতে লাগানো ভুট্টার বাম্পার ফলন হয়েছে। প্রতিটি গাছে দুই থেকে তিনটি মোচা হয়েছে। আর প্রতিটি মোচায় ২০০ থেকে ২৫০ গ্রাম ভুট্টা হবে। হুমায়ূন জানান, এখন পর্যন্ত ১৬ হাজার ৫০০ টাকা খরচ হয়েছে। কয়েক দিনের মধ্যেই ভুট্টা সংগ্রহ করা যাবে। ৬০ শতক জমিতে প্রায় ৭০ থেকে ৮০ মণ ভুট্টা হবে; যা দিয়ে আগামী এক বছর তিনি গরুর খাদ্যের চাহিদা মেটাতে পারবেন।
হুমায়ূন কবির আরও বলেন, একটা সময় নিজেকে পরিবারের বোঝা মনে হতো। কিন্তু কৃষি বিভাগের পরামর্শে আজ আমি স্বাভাবিকভাবে চলছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বানিন রায় বলেন, হুমায়ূন কবির যখন আমার অফিসে এসেছিলেন, তিনি ভালোভাবে হাঁটতে পারতেন না, কথা বলতেও কষ্ট হতো। কিন্তু তাঁর আগ্রহ ছিল।
ঢাকার একটি বেসরকারি কোম্পানির সেলস ম্যানেজার পদে চাকরি করতেন হুমায়ূন কবির। নিজের কর্মক্ষমতা ও পরিশ্রমে অল্প দিনেই সিনিয়র এরিয়া সেলস ম্যানেজার পদে পদোন্নতি পান। সব ভালোই চলছিল। হঠাৎ ২০১৫ সালের অক্টোবর মাসে স্ট্রোক করেন তিনি। ছয় মাস চিকিৎসা শেষে ডান হাত ও পা প্যারালাইসিস অবস্থায় হাসপাতাল ছাড়েন। এই অবস্থায় কোম্পানি স্বপদে বহাল রাখে হুমায়ূনকে। কিন্তু অসুস্থতার কারণে আগের মতো কর্মদক্ষতার পরিচয় দিতে পারছিলেন না তিনি। এরপর শুরু হয় করোনাভাইরাসের সংক্রমণ। বাধ্য হয়ে চাকরি ছেড়ে গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামে ফিরে আসেন। বর্তমানে সেখানে ফলবাগান, সবজি চাষ ও গরুর খামার করে স্বাচ্ছন্দ্যে আছেন তিনি। এতে তাঁকে সহযোগিতা করেছেন উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।
চাকরি থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে হুমায়ূন কবির বলছিলেন, অসুস্থতার মধ্যেও কোম্পানি চাকরিতে বহাল রাখে। একসময় করোনা সংক্রমণে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার প্রভাব পড়ে কোম্পানির ওপর। কমতে থাকে উৎপাদন ও বিক্রি। কর্মীদের ছাঁটাই করছিল কোম্পানি। মানবিক দিক বিবেচনা করে আমাকে রাখলেও কোম্পানির কথা চিন্তা করে ২০২১ সালের ফেব্রুয়ারিতে চাকরি থেকে অব্যাহতি নিই।
উপজেলার মিথিলাপুর গ্রামটি সবুজ-শ্যামল হিসেবে পরিচিত। সেখানে কাটতে থাকে হুমায়ূনের সময়। সাত মাস বাড়িতে থেকে দুশ্চিন্তা হুমায়ূনকে আরও অসুস্থতার দিকে ঠেলে দিচ্ছিল। অলস না থেকে কিছু একটা করার চিন্তা আসে হুমায়ূনের মাথায়। বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিতে ফসল করার চিন্তা করেন তিনি।
২০২১ সালের শেষের দিকে স্ত্রীকে নিয়ে বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে যান হুমায়ূন। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ বানিন রায়ের কাছে খুলে বলেন সবকিছু। সব শুনে হুমায়ূনের বাড়ি পরিদর্শনে আসেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বানিন রায়। বাড়ি পরিদর্শন শেষে উপসহকারী কৃষি কর্মকর্তা ইসরাফিল আলমকে নির্দেশ দেন বাড়ির আঙিনাসহ পরিত্যক্ত জমিগুলো চাষাবাদের আওতায় আনতে হুমায়ূনকে সহায়তা দেওয়ার জন্য।
হুমায়ূন কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতায় বাড়ির আঙিনা ও পরিত্যক্ত জমিগুলোকে কাজে লাগাতে শুরু করেন। প্রথমে আঙিনায় আম, কাঁঠাল, লেবু, জাম্বুরা, কলা, বিলিম্বু গাছ লাগান। পাশেই বিভিন্ন মৌসুমি সবজি করলা, বেগুন, টমেটো, ঢ্যাঁড়সের চাষ শুরু করেন। এই কাজে সহযোগিতা করেন স্ত্রী ও ছোট ভাই।
পরে জানুয়ারি মাসে কৃষি বিভাগের সহযোগিতায় বাড়ির পাশের পরিত্যক্ত ৬০ শতক জমিতে ভুট্টা চাষ করেন হুমায়ূন। ভুট্টা গাছের পাতা গবাদিপশুর উৎকৃষ্ট খাদ্য হিসেবে ব্যবহার হয়। তাই হুমায়ূন মনস্থির করলেন, একটি গরুর খামার করবেন। বাড়ি আঙিনার একপাশে পুরোনো একটি ঘর সংস্কার করে গরুর খামার তৈরি করলেন তিনি। প্রথম ধাপে পাঁচটি গরু দিয়ে খামারের যাত্রা শুরু। গরুর খাবার হিসেবে ভুট্টাগাছের পাতা ব্যবহার করেন তিনি।
এদিকে ৬০ শতক জমিতে লাগানো ভুট্টার বাম্পার ফলন হয়েছে। প্রতিটি গাছে দুই থেকে তিনটি মোচা হয়েছে। আর প্রতিটি মোচায় ২০০ থেকে ২৫০ গ্রাম ভুট্টা হবে। হুমায়ূন জানান, এখন পর্যন্ত ১৬ হাজার ৫০০ টাকা খরচ হয়েছে। কয়েক দিনের মধ্যেই ভুট্টা সংগ্রহ করা যাবে। ৬০ শতক জমিতে প্রায় ৭০ থেকে ৮০ মণ ভুট্টা হবে; যা দিয়ে আগামী এক বছর তিনি গরুর খাদ্যের চাহিদা মেটাতে পারবেন।
হুমায়ূন কবির আরও বলেন, একটা সময় নিজেকে পরিবারের বোঝা মনে হতো। কিন্তু কৃষি বিভাগের পরামর্শে আজ আমি স্বাভাবিকভাবে চলছি।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বানিন রায় বলেন, হুমায়ূন কবির যখন আমার অফিসে এসেছিলেন, তিনি ভালোভাবে হাঁটতে পারতেন না, কথা বলতেও কষ্ট হতো। কিন্তু তাঁর আগ্রহ ছিল।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫