বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার বুড়িচংয়ে বাবার কাছে পাওনা ৪৫০ টাকার জেরে সাহেদ হোসেন ওরফে শান্ত (১৪) নামের এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা ইউসুফ চারজনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই এ মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হয়।
গত মঙ্গলবার এ ঘটনা ঘটে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভৈরবপুর এলাকায়। এদিকে গতকাল রাতে এ ঘটনার ভিডিও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আলম বলেন, উপপরিদর্শক (এসআই) শরীফ রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি একজনকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে আমাদের টিম। শিগগিরই তাকেও গ্রেপ্তার করা হবে। শনিবার তাদের আদালতে হাজির করা হয়।’
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—নাহিদুল ইসলাম (২০), নাজমুল হোসেন (২৩), জসিম উদ্দিন (২৭)।
বুড়িচং থানার পুলিশ ও স্থানীয়রা বলছে, শান্ত বাকশীমূল ইউনিয়নের ভৈরবপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। কিছুদিন আগে শান্তর বাবা ইউসুফ মিয়া একই গ্রামের দুলু মিয়ার ছেলে নাহিদুলের কাছ থেকে একটি খাট কিনে নেন। এরই ৪৫০ টাকা বকেয়া ছিল। ঈদের কয়েক দিন আগে ব্যবসায়ী নাহিদুল শান্তদের বাড়ি গিয়ে বকেয়া টাকার জন্য গালমন্দ করেন। এতে ইউসুফ মিয়া সপ্তাহখানেক পরে টাকা পরিশোধ করবেন বলে জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে ঈদের দিন বিকেলে ইউসুফের ছেলে শান্তকে রাস্তা থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন নাহিদুল ও তাঁর সঙ্গীরা। এ ঘটনার ভিডিও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
নির্যাতনের শিকার শান্তর বাবা ইউসুফ মিয়া বলেন, ঈদের দিন মঙ্গলবার শান্ত ঘুরতে বের হলে ফার্নিচার ব্যবসায়ী নাহিদুল, তাঁর ভাই নাজমুল এবং সঙ্গে থাকা আনোয়ার ও জসিম তার বন্ধুদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টানে-হিঁচড়ে নাজমুলের বাড়িতে নিয়ে যান। পরে গাছের সঙ্গে বেঁধে তাকে অমানবিক নির্যাতন করেন। এ সময় স্থানীয় লোকজন মারধরের ভিডিও ও ছবি তুলে রাখে। খবর পেয়ে স্থানীয় ইউপি সচিব ও গ্রাম পুলিশ সেখান থেকে শান্তকে উদ্ধার করে।
কুমিল্লার বুড়িচংয়ে বাবার কাছে পাওনা ৪৫০ টাকার জেরে সাহেদ হোসেন ওরফে শান্ত (১৪) নামের এক কিশোরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার এ ঘটনায় ভুক্তভোগী কিশোরের বাবা ইউসুফ চারজনকে আসামি করে বুড়িচং থানায় একটি মামলা দায়ের করেন। পরে রাতেই এ মামলায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বুড়িচং থানার পুলিশ। আজ শনিবার গ্রেপ্তারকৃতদের আদালতে তোলা হয়।
গত মঙ্গলবার এ ঘটনা ঘটে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ভৈরবপুর এলাকায়। এদিকে গতকাল রাতে এ ঘটনার ভিডিও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আলম বলেন, উপপরিদর্শক (এসআই) শরীফ রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি একজনকে গ্রেপ্তারে মাঠে কাজ করছে আমাদের টিম। শিগগিরই তাকেও গ্রেপ্তার করা হবে। শনিবার তাদের আদালতে হাজির করা হয়।’
এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন—নাহিদুল ইসলাম (২০), নাজমুল হোসেন (২৩), জসিম উদ্দিন (২৭)।
বুড়িচং থানার পুলিশ ও স্থানীয়রা বলছে, শান্ত বাকশীমূল ইউনিয়নের ভৈরবপুর গ্রামের ইউসুফ মিয়ার ছেলে। কিছুদিন আগে শান্তর বাবা ইউসুফ মিয়া একই গ্রামের দুলু মিয়ার ছেলে নাহিদুলের কাছ থেকে একটি খাট কিনে নেন। এরই ৪৫০ টাকা বকেয়া ছিল। ঈদের কয়েক দিন আগে ব্যবসায়ী নাহিদুল শান্তদের বাড়ি গিয়ে বকেয়া টাকার জন্য গালমন্দ করেন। এতে ইউসুফ মিয়া সপ্তাহখানেক পরে টাকা পরিশোধ করবেন বলে জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। পরে ঈদের দিন বিকেলে ইউসুফের ছেলে শান্তকে রাস্তা থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করেন নাহিদুল ও তাঁর সঙ্গীরা। এ ঘটনার ভিডিও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
নির্যাতনের শিকার শান্তর বাবা ইউসুফ মিয়া বলেন, ঈদের দিন মঙ্গলবার শান্ত ঘুরতে বের হলে ফার্নিচার ব্যবসায়ী নাহিদুল, তাঁর ভাই নাজমুল এবং সঙ্গে থাকা আনোয়ার ও জসিম তার বন্ধুদের সামনে থেকে অস্ত্র ঠেকিয়ে টানে-হিঁচড়ে নাজমুলের বাড়িতে নিয়ে যান। পরে গাছের সঙ্গে বেঁধে তাকে অমানবিক নির্যাতন করেন। এ সময় স্থানীয় লোকজন মারধরের ভিডিও ও ছবি তুলে রাখে। খবর পেয়ে স্থানীয় ইউপি সচিব ও গ্রাম পুলিশ সেখান থেকে শান্তকে উদ্ধার করে।
ঈদগাহ মাঠ নিয়ে দুই গ্রামের দ্বন্দ্বের জেরে ১৫ দিন ধরে বন্ধ রয়েছে স্থানীয় একটি বাজারের অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান। এতে ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। তাঁদের অনেকে ঋণের কিস্তি পরিশোধ করতে না পেরে পড়েছেন বিপাকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বন্যাগাড়ি গ্রামের ভুক্তভোগী ২০ জন ব্যবসায়ী
৫ মিনিট আগেহজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১০জন আহত হয়েছেন বলে জানিয়েছে ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদোন্নতি প্রাপ্ত)।
৩০ মিনিট আগেনাটোরের লালপুরে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মো. রাজন আলী (২০) নামের এক ব্যক্তি মারা গেছেন।
৩১ মিনিট আগেরাজধানী ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণের জন্য আনা হয়েছে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং রোবট। বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন আমদানি কার্গো ভিলেজের সামনে আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে রোবটটিকে একটি বড় লরিতে করে নিয়ে আসতে দেখা যায়।
১ ঘণ্টা আগে