Ajker Patrika

অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় গ্রেপ্তার ৩ 

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৫: ২৩
অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় গ্রেপ্তার ৩ 

কুমিল্লার বুড়িচংয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ রোববার ভোরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দক্ষিণ তেতাভূমি গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মো. কাউছার (২৫), খাগড়াছড়ির রামগড় থানার রামগড় জগনাথপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে মো. রাসেল (২২) ও গাইবান্ধার বুজরুক জামালপুর থানার সাদুল্য গ্রামের মো. তাহাদুল ইসলামের ছেলে মো. নাজমুল হুদা লিয়ন (২৬)। 

জব্দকৃত মাদকর‍্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, আজ ভোরে র‍্যাব-১১-এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িচংয়ের শংকুচাইল এলাকায় অভিযান চালায়। এ সময় রোগী পরিবহনের আড়ালে অ্যাম্বুলেন্সের ভেতরে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ কেজি গাঁজা, ১৫০ বোতল ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। 

মেজর সাকিব আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে দীর্ঘদিন যাবৎ তাঁরা অ্যাম্বুলেন্সে করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ নানা ধরনের মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন। আসামিদের বিরুদ্ধে বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত