উত্তরা ইউনিভার্সিটিতে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো বৈশাখী পার্বণ ১৪৩২
বাঙালি জীবনধারার নানা দিক তুলে ধরতেই এবারের আয়োজনে ছিল নাগরদোলা ও বায়োস্কোপ। গ্রামীণ পরিবেশে সাজানো হয় প্রবেশপথ। রং-তুলির আঁচড়ে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ রঙিন হয়ে ওঠে। শিক্ষার্থীরা বাহারি ধরনের স্টলে ঐতিহ্যবাহী পণ্যের প্রদর্শনী করেন। এসব স্টলে শোভা পায় বৈশাখী মিষ্টি-মণ্ডা, বাতাসা, মুড়ি, চিড়া ও মোয়া