সবুজ সনদ পেল আরও ৩ পোশাক কারখানা
বাংলাদেশে আরও তিনটি পোশাক কারখানা সবুজ সনদ পেয়েছে, ফলে সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪০টিতে। নতুন তালিকাভুক্ত কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের ইকোটেক্স লিমিটেড, বোর্ড বাজারের এলিট গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও শ্রীপুরের ইউরো নিট স্পিন লিমিটেড। তিনটিই লিড প্লাটিনাম ক্যাটাগরির সনদ পেয়েছে।