বিজিএমইএ নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পোশাক খাত ইতিহাসের সবচেয়ে কঠিন সংকটের মুখোমুখি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। ১৫ শতাংশ সুদে ব্যবসা করা অসম্ভব উল্লেখ করে তাঁরা সরকারকে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে বিশেষ বিনিয়োগ সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার (২৬ মে) রাতে রাজধানীর বিজিএমইএ ভবনে নির্বাচন উপলক্ষে আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রার্থী পরিচিতি সভায় সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিকেএমইএর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিকেএমইএর বোর্ড, পোশাকশিল্পের শীর্ষস্থানীয় নেতা এবং নির্বাচনী বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
৩১ মে ঢাকা ও চট্টগ্রামে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে তিনটি প্যানেলে ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিদেশিদের নিয়ে বিনিয়োগ সম্মেলন করার পর সরকারের কাছে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে ‘কিছু একটা করার’ আহ্বান জানান বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন। তিনি বলেন, ‘১৫ শতাংশ সুদ দিয়ে ব্যবসা করা যায় না। আমরা সংকটের মধ্যে রয়েছি।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে কুতুবউদ্দিন বলেন, ‘আপনারা বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্মেলনের আয়োজন করেছেন। দেশি ব্যবসায়ীদের নিয়েও এমন একটা সম্মেলন করেন।’
প্যানেল লিডার ও চৈতি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন, ‘পোশাক খাত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। সামনের দিনগুলোতে আরও চ্যালেঞ্জিং হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব দরকার। ভোটে জিতলে ক্রেতাদের আস্থা ফেরাতে কাজ করব। সম্মিলিতভাবে কাজ করলে সমস্যার সমাধান করা সম্ভব।’
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আপনারা শুনেছেন, সরকারের এক উপদেষ্টা মালিকদের জেলে পাঠানোর কথা বলেছেন। আমি বলব—যারা অন্যায় করবে, তাদের শাস্তি দিক, তাতে আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু কোনো একজন মালিক বিনা অপরাধে কিংবা সার্ভিস বেনিফিটের মতো বিষয়ে জেলে গেলে, আমরা সবাই তাঁর সঙ্গে জেলে যেতে রাজি।’ তিনি নির্বাচনের পর গ্রুপ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল তাঁর বক্তব্যে প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
গত শনিবার থেকে শুরু হয় পাঁচ দিনের প্যানেল পরিচিতি অনুষ্ঠান। প্রথম তিন দিন ঢাকায়, পরের দুই দিন হবে চট্টগ্রামে।
দেশের পোশাক খাত ইতিহাসের সবচেয়ে কঠিন সংকটের মুখোমুখি বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী নেতারা। ১৫ শতাংশ সুদে ব্যবসা করা অসম্ভব উল্লেখ করে তাঁরা সরকারকে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে বিশেষ বিনিয়োগ সম্মেলন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার (২৬ মে) রাতে রাজধানীর বিজিএমইএ ভবনে নির্বাচন উপলক্ষে আয়োজিত প্যানেল পরিচিতি অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে প্রার্থী পরিচিতি সভায় সাবেক সভাপতি ও সম্মিলিত পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি এস এম ফজলুল হক, বিকেএমইএর নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ হাতেমসহ বিকেএমইএর বোর্ড, পোশাকশিল্পের শীর্ষস্থানীয় নেতা এবং নির্বাচনী বোর্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।
৩১ মে ঢাকা ও চট্টগ্রামে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট চলবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে তিনটি প্যানেলে ৭৬ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিদেশিদের নিয়ে বিনিয়োগ সম্মেলন করার পর সরকারের কাছে দেশীয় উদ্যোক্তাদের নিয়ে ‘কিছু একটা করার’ আহ্বান জানান বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন। তিনি বলেন, ‘১৫ শতাংশ সুদ দিয়ে ব্যবসা করা যায় না। আমরা সংকটের মধ্যে রয়েছি।’
সরকারের প্রতি আহ্বান জানিয়ে কুতুবউদ্দিন বলেন, ‘আপনারা বিদেশি বিনিয়োগকারীদের জন্য সম্মেলনের আয়োজন করেছেন। দেশি ব্যবসায়ীদের নিয়েও এমন একটা সম্মেলন করেন।’
প্যানেল লিডার ও চৈতি গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম বলেন, ‘পোশাক খাত চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। সামনের দিনগুলোতে আরও চ্যালেঞ্জিং হবে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব দরকার। ভোটে জিতলে ক্রেতাদের আস্থা ফেরাতে কাজ করব। সম্মিলিতভাবে কাজ করলে সমস্যার সমাধান করা সম্ভব।’
বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘আপনারা শুনেছেন, সরকারের এক উপদেষ্টা মালিকদের জেলে পাঠানোর কথা বলেছেন। আমি বলব—যারা অন্যায় করবে, তাদের শাস্তি দিক, তাতে আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু কোনো একজন মালিক বিনা অপরাধে কিংবা সার্ভিস বেনিফিটের মতো বিষয়ে জেলে গেলে, আমরা সবাই তাঁর সঙ্গে জেলে যেতে রাজি।’ তিনি নির্বাচনের পর গ্রুপ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বিজিএমইএ নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল তাঁর বক্তব্যে প্রার্থীদের ধন্যবাদ জানিয়ে আসন্ন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার বিষয়ে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
গত শনিবার থেকে শুরু হয় পাঁচ দিনের প্যানেল পরিচিতি অনুষ্ঠান। প্রথম তিন দিন ঢাকায়, পরের দুই দিন হবে চট্টগ্রামে।
৭ ট্রিলিয়ন ডলারের বৈশ্বিক লাইট ইঞ্জিনিয়ারিং বাজারে বাংলাদেশের অংশ মাত্র ৭৯৫ মিলিয়ন ডলার, যা উন্নয়ন ও সরকারি সহায়তায় ১০০ বিলিয়ন ডলারে পৌঁছানো সম্ভব বলে মনে করছেন শিল্পসংশ্লিষ্টরা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে ২৯ থেকে ৩০ মে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো-২০২৫, যেখানে
৩ ঘণ্টা আগেআজকে পাঁচ দেশে ১৩ টন আম রপ্তানি করা হয়েছে। এর আগে গত ১৫ মে থেকে ২১ দেশে ১৬৫ টন আম রপ্তানি করা হয়েছে। চলতি মৌসুমে এখন পর্যন্ত গোপালভোগ ও হিমসাগর আম রপ্তানি হয়েছে বলে জানান তিনি।
৩ ঘণ্টা আগেব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আর এফ হোসেন মেয়াদপূর্তির আগেই হঠাৎ পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেও ব্যাংকিং মহলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সম্পর্কের অবনতি, অভ্যন্তরীণ মতবিরোধ এবং নজরদারির জেরেই তাঁর এমন সিদ্ধান্ত বলে ধারণা করা...
৫ ঘণ্টা আগেতামাকজাত পণ্য প্রস্তুতকারী বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) ভারতীয় ভোগ্যপণ্য জায়ান্ট আইটিসি-তে থাকা ২ দশমিক ৩ শতাংশ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে...
১১ ঘণ্টা আগে