Ajker Patrika

বিজিএমইএ নির্বাচনে প্রার্থী হলেন যমুনা ডেনিমসের পরিচালক সুমাইয়া ইসলাম

আজকের পত্রিকা ডেস্ক­
যমুনা ডেনিমস লিমিটেডের পরিচালক সুমাইয় রোজালিন ইসলাম। ছবি: সংগৃহীত
যমুনা ডেনিমস লিমিটেডের পরিচালক সুমাইয় রোজালিন ইসলাম। ছবি: সংগৃহীত

দেশের তৈরি পোশাক শিল্পের অগ্রযাত্রায় অবদান রাখতে আসন্ন বিজিএমইএ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছে নির্বাচনকেন্দ্রিক জোট ফোরাম। বিজিএমইএ ২০২৫-২৭ মেয়াদের এ নির্বাচনে ঢাকা অঞ্চলের প্রার্থী হয়েছেন যমুনা ডেনিমস লিমিটেডের পরিচালক সুমাইয়া ইসলাম।

বিজিএমইএ নির্বাচনকেন্দ্রিক জোট ফোরামের প্যানেল লিডার হিসেবে আছেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)।

রোজালিন ইসলাম এর আগে যমুনা গ্রুপের অন্যতম একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব ওলংগং থেকে তথ্যপ্রযুক্তিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশে ফেরার পর বাবার অনুপ্রেরণায় দেশের পোশাক খাতের (আরএমজি) সঙ্গে নিজেকে যুক্ত করেন।

তিনি আরএমজি খাতে নারীদের এগিয়ে নিতে আগ্রহী। ২০২০ সালে এক সাক্ষাৎকারে যমুনা গ্রুপে নারীদের অবস্থান সম্পর্কে তিনি জানান, যমুনা গ্রুপের কারখানায় নারী-পুরুষকে সমানভাবে মূল্যায়ন করা হয়। নারী শ্রমিক সংখ্যায় বেশি, কারণ তাঁরা সাধারণত শান্ত, মনোযোগী ও উৎপাদনকেন্দ্রিক হয়ে থাকেন।

রোজালিন ইসলাম বলেন, মানসম্পন্ন কারখানাগুলোতে নারীদের বেতনবৈষম্য থাকে না, কারণ ক্রেতারা এখন কর্মবান্ধব পরিবেশ, মজুরি কাঠামো ও টেকসই উৎপাদনে গুরুত্ব দেন।

নারী উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, তাঁদের মানসিকতা পরিবর্তন করে আরএমজি খাতের সম্ভাবনার ব্যাপারে জ্ঞান অর্জন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত