পাথর পাচারে খালে বাঁধ
বান্দরবান সদরের বিভিন্ন ঝিরি, খাল, ছড়া থেকে নির্বিচারে পাথর উত্তোলন করা হচ্ছে। নিষিদ্ধ হলেও বিভিন্ন মহলকে হাতে নিয়ে পাথর উত্তোলন ও পাচার অব্যাহত রেখেছেন প্রভাবশালীরা। এমনকি পাথর পাচারের জন্য পাহাড় কেটে ৪ কিলোমিটার রাস্তা তৈরিও করা হচ্ছে। এ জন্য খালের অন্তত ১৪ জায়গায় ছোট-বড় বাঁধ দেওয়া হয়েছে।