বান্দরবান প্রতিনিধি
রুমায় অস্ত্রধারীদের গুলিতে সেনার কর্মকর্তা নিহত ও সৈনিক আহত হওয়ার প্রতিবাদে বান্দরবান শহরে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা শাখা ব্যানারে গতকাল শনিবার বিকেলে এই কর্মসূচি পালিত হয়। বান্দরবান প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান।
সমাবেশের আগে শহরের হোটেল হিলবার্ড এলাকা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে অনেক নারীকে অংশ নিতে দেখা গেছে। সমাবেশে হত্যাকাণ্ড জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন বক্তারা। সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস-মূল দল) সদস্যরা জড়িত বলে দাবি করা হয়।
এর আগে সশস্ত্র বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে দেওয়া বিজ্ঞপ্তিতেও সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জেএসএস (মূল) দলকে দায়ী করা হয়। তবে জেএসএসের (মূল) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে ওই হামলায় দলের সদস্যরা জড়িত নয় বলে দাবি করা হয়।
সংগঠনের চেয়ারম্যান মুজিবর রহমান বলেছেন, ‘পার্বত্য চুক্তির ২৫ বছর পরও পাহাড়ে জনসংহতি সমিতি সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গুম, অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস পার্বত্য চুক্তি করলেও তাঁরা পাহাড়ে অশান্তি করে সাধারণ মানুষকে ভীত-সন্ত্রস্ত করে রাখছে। এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনীকে লক্ষ্য করেও খুন-হত্যা চালাচ্ছে।’
কাজী মুজিব বলেন, ‘সন্তু লারমা বাংলাদেশের ভোটারই হননি। জাতীয় পরিচয়পত্র না নিয়েও তিনি রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। আর তাঁর দল পাহাড়ে অপরাধ করে যাচ্ছে। এটা স্বাধীন দেশের মানুষ মেনে নেবে না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকেও জনসংহতি সমিতি বিভিন্ন সময় গুম, খুন ও অপহরণ করেছে। এসব হত্যা ও গুম-অপহরণকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হলে পাহাড়ে এমন ঘটনা ঘটত না।’
সমাবেশে আরও বক্তব্য দেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. রুহুল আমীন, জেলা কমিটির সহসভাপতি মো. তারু মিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদসহ অন্যরা।
রুমায় অস্ত্রধারীদের গুলিতে সেনার কর্মকর্তা নিহত ও সৈনিক আহত হওয়ার প্রতিবাদে বান্দরবান শহরে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের জেলা শাখা ব্যানারে গতকাল শনিবার বিকেলে এই কর্মসূচি পালিত হয়। বান্দরবান প্রেসক্লাব চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবর রহমান।
সমাবেশের আগে শহরের হোটেল হিলবার্ড এলাকা থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে অনেক নারীকে অংশ নিতে দেখা গেছে। সমাবেশে হত্যাকাণ্ড জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেন বক্তারা। সেনা সদস্যদের ওপর হামলার ঘটনায় সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস-মূল দল) সদস্যরা জড়িত বলে দাবি করা হয়।
এর আগে সশস্ত্র বাহিনীর আন্তবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) থেকে দেওয়া বিজ্ঞপ্তিতেও সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় জেএসএস (মূল) দলকে দায়ী করা হয়। তবে জেএসএসের (মূল) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে ওই হামলায় দলের সদস্যরা জড়িত নয় বলে দাবি করা হয়।
সংগঠনের চেয়ারম্যান মুজিবর রহমান বলেছেন, ‘পার্বত্য চুক্তির ২৫ বছর পরও পাহাড়ে জনসংহতি সমিতি সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, গুম, অপহরণসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস পার্বত্য চুক্তি করলেও তাঁরা পাহাড়ে অশান্তি করে সাধারণ মানুষকে ভীত-সন্ত্রস্ত করে রাখছে। এমনকি দেশপ্রেমিক সেনাবাহিনীকে লক্ষ্য করেও খুন-হত্যা চালাচ্ছে।’
কাজী মুজিব বলেন, ‘সন্তু লারমা বাংলাদেশের ভোটারই হননি। জাতীয় পরিচয়পত্র না নিয়েও তিনি রাষ্ট্রীয় সব সুযোগ-সুবিধা ভোগ করছেন। আর তাঁর দল পাহাড়ে অপরাধ করে যাচ্ছে। এটা স্বাধীন দেশের মানুষ মেনে নেবে না।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীকেও জনসংহতি সমিতি বিভিন্ন সময় গুম, খুন ও অপহরণ করেছে। এসব হত্যা ও গুম-অপহরণকারীদের বিচারের আওতায় এনে শাস্তি দেওয়া হলে পাহাড়ে এমন ঘটনা ঘটত না।’
সমাবেশে আরও বক্তব্য দেন পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো. রুহুল আমীন, জেলা কমিটির সহসভাপতি মো. তারু মিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, মাওলানা আবুল কালাম আজাদসহ অন্যরা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৮ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪