ঘূর্ণিঝড় মিধিলি: দুবলার চর শুঁটকিপল্লিতে ৮৫ লাখ টাকার ক্ষতি
ঘূর্ণিঝড় মিধিলির ঝোড়ো বাতাসে সুন্দরবনের দুবলার চরের বিভিন্ন এলাকায় শুঁটকি তৈরির আড়া ও মাচা ভেঙে গেছে। পচন ধরেছে শুঁটকি তৈরির জন্য মাচা ও আড়ায় রাখা মাছে। ব্যবসায়ী ও জেলেদের দাবি, এতে আনুমানিক ৮৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।