মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোংলা বন বিভাগের অফিসে হামলা-ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২০ জেলের বিরুদ্ধে মামলা করেছে পূর্ব বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মোংলা-রামপাল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার এজাহারের বিষয়টি স্বীকার করে বলেন, ‘বন বিভাগের অফিসে হামলা, ভাঙচুর ও আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
এজাহার থেকে জানা যায়, পূর্ব সুন্দরবনের বিভিন্ন খাল থেকে অবৈধভাবে বাঁশের তৈরি চাই পেতে কিছু জেলে কাঁকড়া আহরণ করে পারমিট জমা না করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে এমন খবর আসে বনরক্ষীদের কাছে। ২১ নভেম্বর ভোরে পশুর নদীতে অভিযান চালিয়ে ৭১ ক্যারেট কাঁকড়া বোঝাই একটি ট্রলার, পাঁচটি নৌকা ও এর সঙ্গে জড়িত ২৫ জেলেকে আটক করে বনরক্ষীরা। পরে ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন বিভাগের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়ে ১৯ জেলেকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে মোংলা উপজেলার সোনাইলতলা উলুবুনিয়া গ্রামের ইসমাইল হোসেন লিটন গাজীকে প্রধান করে ২০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেন বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান।
এর আগে গতকাল জয়মনি ফরেস্ট অফিস এলাকায় ঘটনার তদন্তে আসে মোংলা থানা-পুলিশের একটি দল। পরে রাত সাড়ে ৮টার দিকে মামলাটি রুজু করা হয়।
একটি সূত্র দাবি করেছে, স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী গ্রুপের সমর্থনে ইসমাইল হোসেন ওরফে লিটন গাজীসহ আরও কয়েকজন দীর্ঘদিন সুন্দরবনের নিষিদ্ধ খাল থেকে মাছ ও কাঁকড়া আহরণ করে আসছে। তাদের বন কেন্দ্রিক এসব অপতৎপরতা বন্ধে অসহায় হয়ে পড়েছে বন বিভাগ।
উল্লেখ্য, গত বুধবার (২২ নভেম্বর) মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একদল জেলে। তাঁরা অভিযোগ করেন, সুন্দরবনে জেলেদের আহরিত ২০ লাখ টাকা মূল্যের কাঁকড়া ছিনিয়ে নিয়েছেন বনরক্ষীরা। একই সঙ্গে জেলেদের নৌকায় হামলা-ভাঙচুর, মারধরসহ ছয় জেলেকে আটক করেন তাঁরা। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেন তাঁরা।
বাগেরহাটের মোংলা বন বিভাগের অফিসে হামলা-ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২০ জেলের বিরুদ্ধে মামলা করেছে পূর্ব বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
মোংলা-রামপাল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার এজাহারের বিষয়টি স্বীকার করে বলেন, ‘বন বিভাগের অফিসে হামলা, ভাঙচুর ও আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে।
এজাহার থেকে জানা যায়, পূর্ব সুন্দরবনের বিভিন্ন খাল থেকে অবৈধভাবে বাঁশের তৈরি চাই পেতে কিছু জেলে কাঁকড়া আহরণ করে পারমিট জমা না করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে এমন খবর আসে বনরক্ষীদের কাছে। ২১ নভেম্বর ভোরে পশুর নদীতে অভিযান চালিয়ে ৭১ ক্যারেট কাঁকড়া বোঝাই একটি ট্রলার, পাঁচটি নৌকা ও এর সঙ্গে জড়িত ২৫ জেলেকে আটক করে বনরক্ষীরা। পরে ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন বিভাগের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়ে ১৯ জেলেকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে মোংলা উপজেলার সোনাইলতলা উলুবুনিয়া গ্রামের ইসমাইল হোসেন লিটন গাজীকে প্রধান করে ২০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেন বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান।
এর আগে গতকাল জয়মনি ফরেস্ট অফিস এলাকায় ঘটনার তদন্তে আসে মোংলা থানা-পুলিশের একটি দল। পরে রাত সাড়ে ৮টার দিকে মামলাটি রুজু করা হয়।
একটি সূত্র দাবি করেছে, স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী গ্রুপের সমর্থনে ইসমাইল হোসেন ওরফে লিটন গাজীসহ আরও কয়েকজন দীর্ঘদিন সুন্দরবনের নিষিদ্ধ খাল থেকে মাছ ও কাঁকড়া আহরণ করে আসছে। তাদের বন কেন্দ্রিক এসব অপতৎপরতা বন্ধে অসহায় হয়ে পড়েছে বন বিভাগ।
উল্লেখ্য, গত বুধবার (২২ নভেম্বর) মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একদল জেলে। তাঁরা অভিযোগ করেন, সুন্দরবনে জেলেদের আহরিত ২০ লাখ টাকা মূল্যের কাঁকড়া ছিনিয়ে নিয়েছেন বনরক্ষীরা। একই সঙ্গে জেলেদের নৌকায় হামলা-ভাঙচুর, মারধরসহ ছয় জেলেকে আটক করেন তাঁরা। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেন তাঁরা।
শ্রীমঙ্গলে চা-শ্রমিকদের বহনকারী একটি পিকআপ উল্টে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ১৬ জন। এর মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে এ দুর্ঘটনা ঘটে।
৩ মিনিট আগেতিন বছর আইনি লড়াই শেষে আদালতের রায়ের পর রংপুরের গঙ্গাচড়া বড়বিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হিসেবে শপথ নিয়েছেন শামছুল হুদা। আজ সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।
৭ মিনিট আগেদিনাজপুরের বিরামপুরে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট করা নাবিল হোসেন (২২) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাঁকে আটক করা হয় বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা...
৮ মিনিট আগেযশোরের কেশবপুরে এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ফজর আলী বিশ্বাস (৬০) নামের এক কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার হাড়িয়াঘোপ গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করেছে।
১২ মিনিট আগে