Ajker Patrika

বন বিভাগের অফিস ভাঙচুরের অভিযোগে ২০ জেলের বিরুদ্ধে মামলা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি 
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ১৯: ৫৪
বন বিভাগের অফিস ভাঙচুরের অভিযোগে ২০ জেলের বিরুদ্ধে মামলা

বাগেরহাটের মোংলা বন বিভাগের অফিসে হামলা-ভাঙচুর করে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২০ জেলের বিরুদ্ধে মামলা করেছে পূর্ব বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন। 

মোংলা-রামপাল সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার এজাহারের বিষয়টি স্বীকার করে বলেন, ‘বন বিভাগের অফিসে হামলা, ভাঙচুর ও আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার ঘটনায় মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান চলছে। 

এজাহার থেকে জানা যায়, পূর্ব সুন্দরবনের বিভিন্ন খাল থেকে অবৈধভাবে বাঁশের তৈরি চাই পেতে কিছু জেলে কাঁকড়া আহরণ করে পারমিট জমা না করে সরকারের রাজস্ব ফাঁকি দিচ্ছে এমন খবর আসে বনরক্ষীদের কাছে। ২১ নভেম্বর ভোরে পশুর নদীতে অভিযান চালিয়ে ৭১ ক্যারেট কাঁকড়া বোঝাই একটি ট্রলার, পাঁচটি নৌকা ও এর সঙ্গে জড়িত ২৫ জেলেকে আটক করে বনরক্ষীরা। পরে ২১ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন বিভাগের অফিসে হামলা ও ভাঙচুর চালিয়ে ১৯ জেলেকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। 

এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার (২৩ নভেম্বর) রাতে মোংলা উপজেলার সোনাইলতলা উলুবুনিয়া গ্রামের ইসমাইল হোসেন লিটন গাজীকে প্রধান করে ২০ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেন বন বিভাগের চাঁদপাই স্টেশন কর্মকর্তা শেখ মো. আনিছুর রহমান। 

এর আগে গতকাল জয়মনি ফরেস্ট অফিস এলাকায় ঘটনার তদন্তে আসে মোংলা থানা-পুলিশের একটি দল। পরে রাত সাড়ে ৮টার দিকে মামলাটি রুজু করা হয়। 

একটি সূত্র দাবি করেছে, স্থানীয় একটি রাজনৈতিক প্রভাবশালী গ্রুপের সমর্থনে ইসমাইল হোসেন ওরফে লিটন গাজীসহ আরও কয়েকজন দীর্ঘদিন সুন্দরবনের নিষিদ্ধ খাল থেকে মাছ ও কাঁকড়া আহরণ করে আসছে। তাদের বন কেন্দ্রিক এসব অপতৎপরতা বন্ধে অসহায় হয়ে পড়েছে বন বিভাগ। 

উল্লেখ্য, গত বুধবার (২২ নভেম্বর) মোংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে একদল জেলে। তাঁরা অভিযোগ করেন, সুন্দরবনে জেলেদের আহরিত ২০ লাখ টাকা মূল্যের কাঁকড়া ছিনিয়ে নিয়েছেন বনরক্ষীরা। একই সঙ্গে জেলেদের নৌকায় হামলা-ভাঙচুর, মারধরসহ ছয় জেলেকে আটক করেন তাঁরা। এ ঘটনায় দুই জেলে নিখোঁজ রয়েছেন বলে দাবি করেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত