Ajker Patrika

বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

বাগেরহাট প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৩, ১৯: ৩৭
বাগেরহাটে বাসচাপায় মোটরসাইকেলচালকসহ নিহত ২

বাগেরহাটে বাসচাপায় রনি (২৪) ও রাব্বি খান (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামের চাড়ার ঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। বাগেরহাট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

নিহত রনি বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের ফারুক হাওলাদার ছেলে এবং রাব্বি খান একই এলাকার ফারুক খানের ছেলে। তা ছাড়া আহত ফয়সাল ও মিজান জমাদ্দার একই এলাকার বাসিন্দা। হতাহতদের মধ্যে রাব্বি ভাড়াটিয়া মোটরসাইকেলের চালক। বাকি তিনজনই সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাঁরা একটি মামলায় আদালতে হাজিরা দিতে বাগেরহাটে যাচ্ছিলেন বলে জানিয়েছেন শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তি জানান, দুর্ঘটনাকবলিত ভাড়ায় চালিত মোটরসাইকেলটিতে চালকসহ চারজন যাত্রী ছিলেন। বিশেষভাবে তৈরি মোটরসাইকেলটির সিট স্বাভাবিকের চেয়ে একটু লম্বা।

বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জিয়াউল আদনান রুমেল বলেন, সকালে দুর্ঘটনায় আহত চারজন রোগী হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে দুজনকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আহত দুজনের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, খুলনা থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাস দক্ষিণ বাংলা চারার ঘর নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। মোটরসাইকেলকে চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জে কারাগার থেকে হাতকড়া-পোশাক চুরি, কারারক্ষী গ্রেপ্তার

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

ঐকমত্য কমিশনের বৈঠকে উত্তেজনা, রাষ্ট্রের মূলনীতি নিয়ে বিরোধ

ভারতে এক বছরের শিশুর কামড়ে প্রাণ হারাল বিষধর গোখরা

দুই বন্ধুর বিচ্ছেদই কি আগুন জ্বালাল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত