Ajker Patrika

বিএনএম থেকে প্রার্থী হলেন কৃষক লীগ নেতা

বাগেরহাট প্রতিনিধি
বিএনএম থেকে প্রার্থী হলেন কৃষক লীগ নেতা

দ্বাদশ সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে সদ্য নিবন্ধন পাওয়া রাজনৈতিক দল বিএনএম থেকে প্রার্থী হয়েছেন জেলা কৃষক লীগ নেতা মো. রেজাউল ইসলাম রাজু। আজ বৃহস্পতিবার তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহা. খালিদ হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। তিনি বর্তমানে বাগেরহাট জেলা কৃষক লীগের সহসভাপতি পদে আছেন। 

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মো. রেজাউল ইসলাম রাজু। জেলা কৃষক লীগের সহসভাপতির পদে থেকে বিএনএমের মনোনয়নের বিষয় জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বিএনএমের জেলা কমিটির সদস্য, নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছি। আর কৃষক লীগের জেলার সহসভাপতি।’ 

একসঙ্গে দুই দলের নেতা হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে আমি আমার এলাকার স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে এখান থেকে নমিনেশন (মনোনয়ন) নিয়েছি।’ কৃষক লীগ থেকে পদত্যাগ করিনি জানিয়ে রেজাউল ইসলাম রাজু বলেন, ‘নির্বাচিত (এমপি) হলে হয়তো কৃষক লীগ থেকে পদত্যাগ করব।’ 

তার কাছে বিএনএম দলের জেলা সভাপতির নাম জানতে চাইলে তিনি জানাতে পারেননি। বলতে পারেননি কেন্দ্রীয় মহাসচিব বা নেতাদের কারও নাম। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে থাকা সোলাইমান শিকদার নামের এক যুবক এসে নিজেকে বিএনএমর জেলা কমিটির সভাপতি দাবি করেন। তিনি বাগেরহাট-২ আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানান। 

এ বিষয়ে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনি মল্লিক আজকের পত্রিকাকে বলেন, ‘রাজু জেলা কৃষক লীগের সহসভাপতির পদে রয়েছেন। তিনি দল থেকে পদত্যাগ না করে অন্য দলে যোগ দিয়ে সংসদ সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন শুনেছি। দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত