আমি নিজস্ব নিয়মে কাজ করি: সারিকা
শিরোনামে ‘ফিরছেন’ শব্দটা সারিকার মতো খুব কম তারকার ক্ষেত্রেই ব্যবহার হয়েছে। এই ‘ফিরছেন’ শব্দটা নিয়ে বিপাকে আছেন সারিকাও। নতুন কোনো কাজের খবর প্রকাশ হলেই শব্দটা জুড়ে যায় তাঁর নামে। সেটার কারণও আছে নিশ্চয়ই। অনেকেই অনেক সময় আপত্তি নিয়ে বলেন, সারিকাকে নাকি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না! তাঁর সহশিল্পী থেকে