মীর রাকিব হাসান
ঢাকা: শোবিজে অনেক দিন ধরেই আছেন তানজিন তিশা। গত চার বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন। জোর চেষ্টা চালাচ্ছেন অভিনেত্রী হয়ে ওঠার। তার সুফলও পাচ্ছেন। বর্তমান সময়ে তিনি অন্যতম কাঙ্ক্ষিত টিভি অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় গত কয়েক ঈদে প্রচার হয়েছে তাঁর ২০টিরও অধিক নাটক। তবে তাঁকে নিয়ে অভিযোগ ছিল তিনি অপূর্ব ও নিশোর সঙ্গে অভিনয় করেই আলোচনায় এসেছেন। তবে সেই চেনা গণ্ডি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তিশা।
এবার ঈদে তানজিন তিশার বিপরীতে দেখা গেছে ছয়-সাতজন অভিনেতাকে। পরিবর্তনটা দেখা গেছে মূলত গত বছরের কোরবানি ঈদ থেকে। জুটিপ্রথা থেকে বের হয়ে একাধিক অভিনেতার বিপরীতে অভিনয় করছেন। তিশা বলেন, ‘পরিচালকেরা যখন যাঁর বিপরীতে চান, আমি তাঁর বিপরীতেই অভিনয় করেছি। এখানে আমার কোনো হাত নেই। আমি সব সময় ভালো চরিত্র করার চেষ্টা করেছি। সেখানে কে আমার বিপরীতে আছেন, সেটা মুখ্য নয়। অবশ্যই এটা বড় একটা ফ্যাক্ট এখানকার পরিপ্রেক্ষিতে যে বড় তারকার বিপরীতে থাকলে আলোচনায় থাকা যায়।’
তাহলে এই ঈদে কী এমন হলো যে অপূর্ব, আফরান নিশোদের সংখ্যা খুবই কম? ‘এই ঈদের জন্য আমি কোনো নাটকে কাজ করিনি। আগের শুটিং হওয়া কাজগুলোই প্রচার হয়েছে। অনেক ক্ষেত্রে দুই বা তিন বছর আগের শুটিং করা নাটকও প্রচার হয়েছে। তবে যাঁদের বিপরীতে অভিনয় করেছি, কেউ কম জনপ্রিয় নন। অপূর্ব, নিশো দুজনেই জনপ্রিয় ও ভালো অভিনেতা। তাঁদের সঙ্গে কাজ করা আমি সব সময়ই উপভোগ করি। আজ হয়নি তো কাল হবে। বিশেষ কোনো ছকে তো বন্দী থাকতে পারি না। সবার সঙ্গেই ভালো ভালো চরিত্র করব। বিশেষ ছকে নিজেকে বেঁধে ব্যস্ত থাকতে চাই না।’
মাঝখানে একটু ছন্দপতন ঘটে তাঁর ক্যারিয়ারে। অপূর্ব যখন তাঁর স্ত্রীকে ডিভোর্স দেন তখন অনেকেই এ ঘটনার আড়ালে তানজিন তিশাকে জড়িয়ে নানা সমালোচনা করেন। সেই সমালোচনার পর অনেকেই ভেবেছিলেন, তানজিন তিশা হারিয়ে যাওয়াদের দলে পাড়ি জমাবেন। কিন্তু সেই কঠিন দিনগুলো পার করে এখন অনেকটাই ছন্দে ফিরেছেন। তার প্রমাণ পাওয়া গেল এবারের ঈদে। ঈদে প্রচারের তালিকায় থাকা কাজ প্রশংসিত হচ্ছে। এবার তাহসানের সঙ্গেও হয়েছেন প্রশংসিত। অন্যদিকে জোভানের সঙ্গেও রয়েছে নাটক।
ঈদের নাটকগুলোর মধ্যে তাঁর কয়েকটি নাটক প্রশংসিত হচ্ছে। এর মধ্যে ‘মাতাল হাওয়া’ নাটকটিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। তাঁর সহশিল্পী জোভানের সঙ্গে তাল মিলিয়ে পরিচালক তিশাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তিশা বলেন, ‘নাটকটি পরিচালক ইমরাউল রাফাত ভাইয়ের খুব ঘনিষ্ঠজনের সত্য ঘটনা অবলম্বনে। আমি পুরো গল্পটা জেনে অভিনয় করেছি। সবটা তো নাটকে দেখা যায়নি, তবে যখন গল্পটা শুনেছি তখন নিজের মধ্যে ওই চরিত্রটা ধারণ করতে পেরেছি।’ ভোজানে সঙ্গে আরও একটি নাটক প্রশংসা পেয়েছে। তার নাম ‘বালক-বালিকা’। এ নাটকে কলেজপড়ুয়া ছাত্রীর ভূমিকায় দেখা গেছে। আবার ‘এন্টি হিরো’ নাটকে তাহসানের স্ত্রীর ভূমিকায় খুবই প্রাণবন্ত ছিলেন। মধ্যবিত্ত পরিবারের একজন বউ হিসেবে দারুণ মানিয়েছে তিশাকে।
অন্যদিকে ‘শেষের খুব কাছে’ নাটকে মেন্টালি আপসেট একজন মেয়ের চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন নিখুঁতভাবে। এ ছাড়া ঈদ ধারাবাহিক ‘শেফালীর প্রেমিকারা’তে নামভূমিকায় দারুণ অভিনয় করেছেন।
বললেন চলচ্চিত্র নিয়েও। দু-একটি ছবিতে নাম জড়িয়েও একসময় সরে এসেছিলেন। তাই অনেকেই ধরে নিয়েছেন, চলচ্চিত্রে আগ্রহ নেই তাঁর। ‘অবশ্যই আগ্রহ আছে চলচ্চিত্রে। মাঝেমধ্যেই অফার আসে, কিন্তু আমলে নেওয়ার মতো না একটাও। লকডাউনের মধ্যেও একটা অফার পেয়েছি। এটা সত্যি, ভালো কিছু না হলে করব না’, বললেন তিশা।
তিশার মতে, টিভি নাটকের সময় ভালো যাচ্ছে এখন। ‘মাঝে এমন একটা কথা উঠেছিল, “নাটক কে-ইবা দেখে?” আমি যতটুকু বুঝি, এখন মানুষ নাটক দেখছে। ভালো-খারাপ তো থাকবেই। দিনশেষে দর্শক ভালোটাই মনে রাখে’, বললেন তিশা।
ঢাকা: শোবিজে অনেক দিন ধরেই আছেন তানজিন তিশা। গত চার বছরে নিজেকে আমূল বদলে ফেলেছেন। জোর চেষ্টা চালাচ্ছেন অভিনেত্রী হয়ে ওঠার। তার সুফলও পাচ্ছেন। বর্তমান সময়ে তিনি অন্যতম কাঙ্ক্ষিত টিভি অভিনেত্রী। সেই ধারাবাহিকতায় গত কয়েক ঈদে প্রচার হয়েছে তাঁর ২০টিরও অধিক নাটক। তবে তাঁকে নিয়ে অভিযোগ ছিল তিনি অপূর্ব ও নিশোর সঙ্গে অভিনয় করেই আলোচনায় এসেছেন। তবে সেই চেনা গণ্ডি থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন তিশা।
এবার ঈদে তানজিন তিশার বিপরীতে দেখা গেছে ছয়-সাতজন অভিনেতাকে। পরিবর্তনটা দেখা গেছে মূলত গত বছরের কোরবানি ঈদ থেকে। জুটিপ্রথা থেকে বের হয়ে একাধিক অভিনেতার বিপরীতে অভিনয় করছেন। তিশা বলেন, ‘পরিচালকেরা যখন যাঁর বিপরীতে চান, আমি তাঁর বিপরীতেই অভিনয় করেছি। এখানে আমার কোনো হাত নেই। আমি সব সময় ভালো চরিত্র করার চেষ্টা করেছি। সেখানে কে আমার বিপরীতে আছেন, সেটা মুখ্য নয়। অবশ্যই এটা বড় একটা ফ্যাক্ট এখানকার পরিপ্রেক্ষিতে যে বড় তারকার বিপরীতে থাকলে আলোচনায় থাকা যায়।’
তাহলে এই ঈদে কী এমন হলো যে অপূর্ব, আফরান নিশোদের সংখ্যা খুবই কম? ‘এই ঈদের জন্য আমি কোনো নাটকে কাজ করিনি। আগের শুটিং হওয়া কাজগুলোই প্রচার হয়েছে। অনেক ক্ষেত্রে দুই বা তিন বছর আগের শুটিং করা নাটকও প্রচার হয়েছে। তবে যাঁদের বিপরীতে অভিনয় করেছি, কেউ কম জনপ্রিয় নন। অপূর্ব, নিশো দুজনেই জনপ্রিয় ও ভালো অভিনেতা। তাঁদের সঙ্গে কাজ করা আমি সব সময়ই উপভোগ করি। আজ হয়নি তো কাল হবে। বিশেষ কোনো ছকে তো বন্দী থাকতে পারি না। সবার সঙ্গেই ভালো ভালো চরিত্র করব। বিশেষ ছকে নিজেকে বেঁধে ব্যস্ত থাকতে চাই না।’
মাঝখানে একটু ছন্দপতন ঘটে তাঁর ক্যারিয়ারে। অপূর্ব যখন তাঁর স্ত্রীকে ডিভোর্স দেন তখন অনেকেই এ ঘটনার আড়ালে তানজিন তিশাকে জড়িয়ে নানা সমালোচনা করেন। সেই সমালোচনার পর অনেকেই ভেবেছিলেন, তানজিন তিশা হারিয়ে যাওয়াদের দলে পাড়ি জমাবেন। কিন্তু সেই কঠিন দিনগুলো পার করে এখন অনেকটাই ছন্দে ফিরেছেন। তার প্রমাণ পাওয়া গেল এবারের ঈদে। ঈদে প্রচারের তালিকায় থাকা কাজ প্রশংসিত হচ্ছে। এবার তাহসানের সঙ্গেও হয়েছেন প্রশংসিত। অন্যদিকে জোভানের সঙ্গেও রয়েছে নাটক।
ঈদের নাটকগুলোর মধ্যে তাঁর কয়েকটি নাটক প্রশংসিত হচ্ছে। এর মধ্যে ‘মাতাল হাওয়া’ নাটকটিতে অসাধারণ অভিনয় করেছেন তিনি। তাঁর সহশিল্পী জোভানের সঙ্গে তাল মিলিয়ে পরিচালক তিশাকে উপস্থাপন করার চেষ্টা করেছেন। তিশা বলেন, ‘নাটকটি পরিচালক ইমরাউল রাফাত ভাইয়ের খুব ঘনিষ্ঠজনের সত্য ঘটনা অবলম্বনে। আমি পুরো গল্পটা জেনে অভিনয় করেছি। সবটা তো নাটকে দেখা যায়নি, তবে যখন গল্পটা শুনেছি তখন নিজের মধ্যে ওই চরিত্রটা ধারণ করতে পেরেছি।’ ভোজানে সঙ্গে আরও একটি নাটক প্রশংসা পেয়েছে। তার নাম ‘বালক-বালিকা’। এ নাটকে কলেজপড়ুয়া ছাত্রীর ভূমিকায় দেখা গেছে। আবার ‘এন্টি হিরো’ নাটকে তাহসানের স্ত্রীর ভূমিকায় খুবই প্রাণবন্ত ছিলেন। মধ্যবিত্ত পরিবারের একজন বউ হিসেবে দারুণ মানিয়েছে তিশাকে।
অন্যদিকে ‘শেষের খুব কাছে’ নাটকে মেন্টালি আপসেট একজন মেয়ের চরিত্রে নিজেকে উপস্থাপন করেছেন নিখুঁতভাবে। এ ছাড়া ঈদ ধারাবাহিক ‘শেফালীর প্রেমিকারা’তে নামভূমিকায় দারুণ অভিনয় করেছেন।
বললেন চলচ্চিত্র নিয়েও। দু-একটি ছবিতে নাম জড়িয়েও একসময় সরে এসেছিলেন। তাই অনেকেই ধরে নিয়েছেন, চলচ্চিত্রে আগ্রহ নেই তাঁর। ‘অবশ্যই আগ্রহ আছে চলচ্চিত্রে। মাঝেমধ্যেই অফার আসে, কিন্তু আমলে নেওয়ার মতো না একটাও। লকডাউনের মধ্যেও একটা অফার পেয়েছি। এটা সত্যি, ভালো কিছু না হলে করব না’, বললেন তিশা।
তিশার মতে, টিভি নাটকের সময় ভালো যাচ্ছে এখন। ‘মাঝে এমন একটা কথা উঠেছিল, “নাটক কে-ইবা দেখে?” আমি যতটুকু বুঝি, এখন মানুষ নাটক দেখছে। ভালো-খারাপ তো থাকবেই। দিনশেষে দর্শক ভালোটাই মনে রাখে’, বললেন তিশা।
আজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
২৫ মিনিট আগেঅভিনেতা হিসেবে তিনি যে দুর্দান্ত, তা বলা বাহুল্য। বলিউডে দুই যুগের বেশি সময় ধরে রাজত্ব করছেন তিনি। সেই বোমান ইরানি এবার দাঁড়ালেন ক্যামেরার পেছনে। প্রথমবারের মতো হাজির হলেন পরিচালক হিসেবে। বানিয়েছেন ‘দ্য মেহতা বয়েজ’। ৭ ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে সিনেমাটি। সম্প্রতি প্রকাশ পেয়েছে...
৩৫ মিনিট আগেনব্বইয়ের দশকে ঢাকার মঞ্চের কয়েকজন তরুণ নাট্যপ্রেমী গড়ে তোলেন ‘প্রাচ্যনাট’ নামের নতুন নাট্যদল। নামটি দিয়েছিলেন প্রখ্যাত নাট্যকার ও গবেষক সেলিম আল দীন। ১৯৯৭ সালের ২১ ফেব্রুয়ারি দলটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সেই থেকে দলটি যেমন নতুন নতুন নাটক উপহার দিয়েছে, তেমনি নাট্যকর্মী সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ...
৩৭ মিনিট আগেমিউজিক ট্যুরের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতির রেকর্ড গড়ল ব্রিটিশ রক ব্যান্ড কোল্ড প্লে। গত ২৬ জানুয়ারি ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১ লাখ ৩৪ হাজার জন দর্শক এসেছিলেন কোল্ড প্লের কনসার্টে। এটাই এখন পর্যন্ত কোনো মিউজিক ট্যুরের কনসার্টে সবচেয়ে বেশি দর্শক উপস্থিতি। সেই সুবাদে গিনেস...
১৩ ঘণ্টা আগে