বিনোদন প্রতিবেদক
ঢাকা: বাংলালিংকের বিজ্ঞাপন ‘আমি ঘুরি সারা বাংলাদেশ’–এর মাধ্যমেই প্রথম আলোচনায় আসেন ফারহান আহমেদ জোভান। ছোট পর্দায় ১০ বছরের ক্যারিয়ার। এই সময়ে নিজের ক্যারিয়ারে প্রাপ্তির সংখ্যা কম নয়। জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন, নিজেও হয়েছেন জনপ্রিয়। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা জোভান। গেল ঈদে ‘আঁধারি’, ‘দৌড়ের ওপর ওষুধ নেই’, ‘অতঃপর’, ‘আফ্রিকান বউ’, ‘ব্যাক ফায়ার’, ‘বালক বালিকা’সহ ঈদে একাধিক কাজ দিয়ে প্রশংসা পেয়েছেন। আর তার ফল পাচ্ছেন ঈদুল আজহায়। আগামী ঈদের জন্য এখনই তাঁর তেমন কোনো শিডিউল ফাঁকা নেই। জানালেন, ঈদুল আজহায় ১৫টির মতো নাটকে অভিনয় করবেন। ইতিমধ্যে দ্বিগুণের বেশি চিত্রনাট্য হাতে পেয়েছেন। এখনো চিত্রনাট্য আসছে। ইতিমধ্যে পাঁচটি নাটকের শুটিং শেষ করেছেন।
‘মরীচিকা’ নামে ওয়েব সিরিজে অভিনয় করেছেন জোভান। থ্রিল, ড্রামা আর সাসপেন্স নিয়েই ‘মরীচিকা’। জুয়েল চরিত্রে অভিনয় করেছেন।
শৈশব থেকেই জোভানের ইচ্ছা ছিল অভিনয় করবেন। অভিনয় করার জন্য অনেক নির্মাতার কাছে ধরনা দিতে হয়েছে তাঁকে। কেউ কাজ দেয়নি। একসময় হতাশ হয়ে পড়েন জোভান। ভাবছিলেন অভিনয় ছেড়ে দেবেন। এমন সময় ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ আসে। প্রথম নাটকেই মোড় ঘুরে যায় ক্যারিয়ারের। আর পেছনে তাকাতে হয়নি। বর্তমান সময়ে অনেকের মতো তিনি এক গণ্ডির মধ্যে ঘুরেফিরে অভিনয় করছেন বলে শোনা যায়। একই পরিচালক ও অভিনেত্রীর সঙ্গে একাধিক নাটকে দেখা যায়।
তবে সেটা স্বীকার করলেন না এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি সে পথে হাঁটিনি। আমার প্রথম প্রায়োরিটি গল্প ও পরিচালক। এর পরে দেখি আমার সঙ্গে কে অভিনয় করছেন। আর দেখুন, আমাদের মিডিয়ায় নিয়মিত কাজ করেন এমন পরিচালকের সংখ্যাও কিন্তু খুব বেশি নয়। সেই পরিচালকদের আবার কমফোর্ট জোন আছে। সবকিছু মিলিয়ে এমনটা মনে হয়। সেখানে খারাপ কিছু আছে বলেও মনে হয় না। তবে পরিচালকেরা অবশ্যই কারও ওপর নির্ভরশীল না হয়ে স্বাধীন হওয়া উচিত। কারণ তাতে আরও ভিন্ন ধাঁচের কাজ পাওয়া যাবে। আমারও পছন্দের কিছু নির্মাতা আছেন। তাঁদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেখানে দোষের কিছু নেই।’
‘মরীচিকা’ নামে ওয়েব সিরিজে অভিনয় করেছেন জোভান। থ্রিল, ড্রামা আর সাসপেন্স নিয়েই ‘মরীচিকা’। জুয়েল চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে ২৫ সেকেন্ডের মাথায় প্রথম পর্দায় দেখা যায় জুয়েলকে। স্ত্রী মাহিয়া মাহি কোনো কারণে বেশ বিরক্ত হয়ে যায় জুয়েলের ওপর। ১ মিনিট ১৫ সেকেন্ডের মাথায় আবার দেখা যায় জুয়েলকে, যেখানে তালাক দেওয়ার জন্য হুমকি দিচ্ছে নিশো আর সঙ্গে মাথায় পিস্তল ধরে রেখেছে। ট্রেলারে তৃতীয়বার জোভানকে দেখা যায় থানায়। হঠাৎ মুখ থেকে কাপড় সরিয়ে পুলিশকে বলছে, আমি জুয়েল। তারপর জুয়েল পালাচ্ছে। পুলিশ ছুটতে থাকে তার পিছু পিছু। অনেকেই বলছেন, জোভানের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি।
ঢাকা: বাংলালিংকের বিজ্ঞাপন ‘আমি ঘুরি সারা বাংলাদেশ’–এর মাধ্যমেই প্রথম আলোচনায় আসেন ফারহান আহমেদ জোভান। ছোট পর্দায় ১০ বছরের ক্যারিয়ার। এই সময়ে নিজের ক্যারিয়ারে প্রাপ্তির সংখ্যা কম নয়। জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন, নিজেও হয়েছেন জনপ্রিয়। বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা জোভান। গেল ঈদে ‘আঁধারি’, ‘দৌড়ের ওপর ওষুধ নেই’, ‘অতঃপর’, ‘আফ্রিকান বউ’, ‘ব্যাক ফায়ার’, ‘বালক বালিকা’সহ ঈদে একাধিক কাজ দিয়ে প্রশংসা পেয়েছেন। আর তার ফল পাচ্ছেন ঈদুল আজহায়। আগামী ঈদের জন্য এখনই তাঁর তেমন কোনো শিডিউল ফাঁকা নেই। জানালেন, ঈদুল আজহায় ১৫টির মতো নাটকে অভিনয় করবেন। ইতিমধ্যে দ্বিগুণের বেশি চিত্রনাট্য হাতে পেয়েছেন। এখনো চিত্রনাট্য আসছে। ইতিমধ্যে পাঁচটি নাটকের শুটিং শেষ করেছেন।
‘মরীচিকা’ নামে ওয়েব সিরিজে অভিনয় করেছেন জোভান। থ্রিল, ড্রামা আর সাসপেন্স নিয়েই ‘মরীচিকা’। জুয়েল চরিত্রে অভিনয় করেছেন।
শৈশব থেকেই জোভানের ইচ্ছা ছিল অভিনয় করবেন। অভিনয় করার জন্য অনেক নির্মাতার কাছে ধরনা দিতে হয়েছে তাঁকে। কেউ কাজ দেয়নি। একসময় হতাশ হয়ে পড়েন জোভান। ভাবছিলেন অভিনয় ছেড়ে দেবেন। এমন সময় ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকে অভিনয়ের সুযোগ আসে। প্রথম নাটকেই মোড় ঘুরে যায় ক্যারিয়ারের। আর পেছনে তাকাতে হয়নি। বর্তমান সময়ে অনেকের মতো তিনি এক গণ্ডির মধ্যে ঘুরেফিরে অভিনয় করছেন বলে শোনা যায়। একই পরিচালক ও অভিনেত্রীর সঙ্গে একাধিক নাটকে দেখা যায়।
তবে সেটা স্বীকার করলেন না এই অভিনেতা। তিনি বলেন, ‘আমি সে পথে হাঁটিনি। আমার প্রথম প্রায়োরিটি গল্প ও পরিচালক। এর পরে দেখি আমার সঙ্গে কে অভিনয় করছেন। আর দেখুন, আমাদের মিডিয়ায় নিয়মিত কাজ করেন এমন পরিচালকের সংখ্যাও কিন্তু খুব বেশি নয়। সেই পরিচালকদের আবার কমফোর্ট জোন আছে। সবকিছু মিলিয়ে এমনটা মনে হয়। সেখানে খারাপ কিছু আছে বলেও মনে হয় না। তবে পরিচালকেরা অবশ্যই কারও ওপর নির্ভরশীল না হয়ে স্বাধীন হওয়া উচিত। কারণ তাতে আরও ভিন্ন ধাঁচের কাজ পাওয়া যাবে। আমারও পছন্দের কিছু নির্মাতা আছেন। তাঁদের সঙ্গে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সেখানে দোষের কিছু নেই।’
‘মরীচিকা’ নামে ওয়েব সিরিজে অভিনয় করেছেন জোভান। থ্রিল, ড্রামা আর সাসপেন্স নিয়েই ‘মরীচিকা’। জুয়েল চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে ২৫ সেকেন্ডের মাথায় প্রথম পর্দায় দেখা যায় জুয়েলকে। স্ত্রী মাহিয়া মাহি কোনো কারণে বেশ বিরক্ত হয়ে যায় জুয়েলের ওপর। ১ মিনিট ১৫ সেকেন্ডের মাথায় আবার দেখা যায় জুয়েলকে, যেখানে তালাক দেওয়ার জন্য হুমকি দিচ্ছে নিশো আর সঙ্গে মাথায় পিস্তল ধরে রেখেছে। ট্রেলারে তৃতীয়বার জোভানকে দেখা যায় থানায়। হঠাৎ মুখ থেকে কাপড় সরিয়ে পুলিশকে বলছে, আমি জুয়েল। তারপর জুয়েল পালাচ্ছে। পুলিশ ছুটতে থাকে তার পিছু পিছু। অনেকেই বলছেন, জোভানের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে ‘মরীচিকা’ ওয়েব সিরিজটি।
২০২৪ সালের মে মাসে সড়ক দুর্ঘটনায় মারা যান অড সিগনেচারের ভোকাল আহাসান তানভীর পিয়াল। সেই ঘটনার পর প্রায় এক বছর গান থেকে দূরে ছিল ব্যান্ডটি। গত মে মাসে ‘জগৎ মঞ্চ’ নামে একটি নতুন গান প্রকাশের মাধ্যমে আবার নতুন করে গানে ফেরে অড সিগনেচার।
৬ ঘণ্টা আগেসোশ্যাল মিডিয়ায় ছেলেকে নিয়ে নিয়মিত হাজির হন চিত্রনায়িকা পরীমনি। তবে তাঁর মেয়েকে তেমন একটা দেখা যায় না। নেটিজেনদের অনেকের ধারণা, দত্তক নিয়েছেন বলেই কন্যাকে সবার সামনে আনতে চান না নায়িকা। অবশেষ গতকাল রোববার ফেসবুকে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি।
৬ ঘণ্টা আগেগণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল ৫ আগস্ট বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মূকাভিনয়ের দল মাইম আর্ট। থাকবে জুলাইয়ের কবিতা আবৃত্তি, মুক্ত আলোচনা ও ‘রক্তে আগুন লেগেছে’ মূকনাট্যের প্রদর্শনী।
৭ ঘণ্টা আগেএক যুগ পর রানঝানা নতুনভাবে মুক্তি দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ইরোস ইন্টারন্যাশনাল। তবে রি-রিলিজে শেষ দৃশ্যে বদল আনা হয়েছে। এআই প্রযুক্তি ব্যবহার করে শেষ দৃশ্যে কুন্দন চরিত্রটিকে আবার জীবিত করে তোলা হয়েছে।
৯ ঘণ্টা আগে