Ajker Patrika

‘গুলশান এভিনিউ’র দ্বিতীয় মৌসুম

বিনোদন প্রতিবেদক
আপডেট : ২৯ মে ২০২১, ১৬: ১৫
‘গুলশান এভিনিউ’র দ্বিতীয় মৌসুম

ঢাকা: আট বছর আগে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হয় মেগা ধারাবাহিক ‘গুলশান এভিনিউ’। বিশাল ক্যানভাসে নির্মিত সিরিয়ালটি প্রশংসিত হয়। এবার নির্মিত হচ্ছে ‘গুলশান এভিনিউ'র দ্বিতীয় মৌসুম। এটি নির্মাণ করছেন নিমা রহমান। রচনা করেছেন ওপার বাংলার নাট্য রচয়িতা শিবাশীষ বন্দ্যোপাধ্যায়। আর সংলাপ লিখেছেন পিয়ালী।

লম্বা বিরতির পর ‘গুলশান এভিনিউ’ নাটকের মাধ্যমে পরিচালনায় এলেন অভিনেত্রী নিমা রহমান। তিনি বলেন, ‘নতুন গল্প, নতুন বাড়ি নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিকটি। আশা করছি ``গুলশান এভিনিউ''র মতো নাটকটির সিজন টুও দর্শকপ্রিয় হবে।’

জানা গেছে, ‘গুলশান এভিনিউ’ নাটকের দ্বিতীয় মৌসুমে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী তানভীন সুইটিকে। এরই মধ্যে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি।
এতে অভিনয় প্রসঙ্গে তানভীন সুইটি বলেন, ‘``গুলশান এভিনিউ''র প্রথম সিজনে ছিলাম না আমি। দ্বিতীয় সিজনে আমাকে দেখা যাবে রোকসানা চরিত্রে। এ ধারাবাহিকে সবাই বেশ আন্তরিকতা নিয়ে কাজটি করছি। অভিনয় করার আগে সহশিল্পীদের সঙ্গে মহড়াও করে নিচ্ছি, যে কারণে অভিনয় হয়ে উঠছে প্রাণবন্ত। সত্যি বলতে, যারা অভিনয় করছি, তাদের অনেকের সঙ্গেই আমার একটা পারিবারিক বন্ধন রয়েছে। বোঝাপড়াটাও চমৎকার। এ কারণে কাজ করার সময় অভিনয়টাও বেশ উপভোগ্য হয়ে ওঠে। ``গুলশান এভিনিউ''র দ্বিতীয় সিজনে দর্শক নতুনত্ব পাবে।’

সম্প্রতি গুলশানের একটি বাড়িতে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, তানভীন সুইটি, ফারজানা চুমকি, দীপা খন্দকার, শতাব্দী ওয়াদুদ, শিবা শানু, লাবণ্য লিজা, মিম চৌধুরী, মাহাসহ অনেকে। শিগ্‌গির ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচারিত হবে বলে জানা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত