কবির বকুলের কথা-সুরে বিজয় দিবসের পাঁচ গান
আসন্ন বিজয় দিবসে বিশেষ অনুষ্ঠান প্রচার করবে বাংলাদেশ বেতার। থাকবে বিশেষ গানের সম্প্রচার। সেই লক্ষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের কথা ও সুরে তৈরি হলো নতুন পাঁচটি দেশাত্মবোধক গান। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন দিনাত জাহান মুন্নী, সাব্বির জামান, রাজিব, লিজা ও লুইপা। উজ্জ্বল সিনহা সংগীতায়