সজল ও নোবেলের গান
অবশেষে পূর্ণাঙ্গরূপে প্রকাশ পেল সজলের ‘ভুল করো না’ শিরোনামের গানটি। গত এপ্রিলে গানবাংলা ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে আয়োজিত কুইজ ক্যাম্পেইনের মধ্য দিয়ে প্রকাশিত হয় এ গানের লিরিক্যাল ভিডিও। এতে শ্রোতাদের উদ্দেশে ছুড়ে দেওয়া হয় প্রশ্ন, এটি কার গান, কোন লেবেল থেকে আসছে, এর সুরকার-গীতিকার, সংগীত পরিচালকই-