বিনোদন ডেস্ক
বর্তমান সময়ের দুই বাংলার জনপ্রিয় ব্যান্ড তালপাতার সেপাই প্রকাশ করতে যাচ্ছে নতুন গান। গত সোমবার নিজেদের ফেসবুক পেজে ‘প্রেমিক প্র্যাক্টিকাল’ শিরোনামের গানটির মুক্তির ঘোষণা দেয় ব্যান্ডটি। কৃতী রায়ের লেখা গানটি তালপাতার সেপাই ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আগামী ৯ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায়।
ব্যান্ডটি জানিয়েছে, ডার্ক কমেডি ঘরানার গানটিতে বর্তমানের আর্থসামাজিক পরিস্থিতি উঠে আসবে। বর্তমান সময়ের সমাজব্যবস্থা থেকে প্রেম, সবকিছুই নিয়েই গান ‘প্রেমিক প্র্যাক্টিকাল’।
তিনজন নিয়ে গানের দল। নামটাও বেশ অদ্ভুত—তালপাতার সেপাই। কলকাতার প্রীতম দাস, সুমন ঘোষ শুরু করলেও এরপর যোগ দেন কৃতী রায়। প্রীতম দাস আর সুমন ঘোষ মঞ্চ সামলালেও ব্যান্ডটির গীতিকবির দায়িত্বে রয়েছেন কৃতী রায়। প্রথমদিকে পুরোনো জনপ্রিয় গান কভার করলেও পরবর্তী সময়ে মৌলিক গানও প্রকাশ করেছেন তাঁরা।
‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহর’, ‘কালবোশেখীর পদ্য’ কিংবা ‘আমি শুধু খুঁজেছি তোমায়’—গানগুলোয় তাঁদের সহজাত গায়কি আর প্রাণবন্ত উপস্থিতিতে বুঁদ হয়েছেন দর্শক। পশ্চিমবঙ্গ ছাপিয়ে তালপাতার সেপাইয়ের জনপ্রিয়তা তাই পৌঁছে গেছে বাংলাদেশেও।
গত বছর দুইবার বাংলাদেশ মাতিয়ে গেছে ব্যান্ডটি। গত ১৫ জুন ‘তালপাতার সেপাই লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট গাইতে আসে ব্যান্ডটি। এর কিছুদিন পর ৬ জুলাই ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও বাংলাদেশের অর্ণবের সঙ্গে মঞ্চ মাতিয়ে গেছে ব্যান্ডটি।
বর্তমান সময়ের দুই বাংলার জনপ্রিয় ব্যান্ড তালপাতার সেপাই প্রকাশ করতে যাচ্ছে নতুন গান। গত সোমবার নিজেদের ফেসবুক পেজে ‘প্রেমিক প্র্যাক্টিকাল’ শিরোনামের গানটির মুক্তির ঘোষণা দেয় ব্যান্ডটি। কৃতী রায়ের লেখা গানটি তালপাতার সেপাই ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আগামী ৯ মার্চ বাংলাদেশ সময় রাত ৮টায়।
ব্যান্ডটি জানিয়েছে, ডার্ক কমেডি ঘরানার গানটিতে বর্তমানের আর্থসামাজিক পরিস্থিতি উঠে আসবে। বর্তমান সময়ের সমাজব্যবস্থা থেকে প্রেম, সবকিছুই নিয়েই গান ‘প্রেমিক প্র্যাক্টিকাল’।
তিনজন নিয়ে গানের দল। নামটাও বেশ অদ্ভুত—তালপাতার সেপাই। কলকাতার প্রীতম দাস, সুমন ঘোষ শুরু করলেও এরপর যোগ দেন কৃতী রায়। প্রীতম দাস আর সুমন ঘোষ মঞ্চ সামলালেও ব্যান্ডটির গীতিকবির দায়িত্বে রয়েছেন কৃতী রায়। প্রথমদিকে পুরোনো জনপ্রিয় গান কভার করলেও পরবর্তী সময়ে মৌলিক গানও প্রকাশ করেছেন তাঁরা।
‘সোনার কাঠি’, ‘মশাদের চুমু’, ‘চাঁদের শহর’, ‘কালবোশেখীর পদ্য’ কিংবা ‘আমি শুধু খুঁজেছি তোমায়’—গানগুলোয় তাঁদের সহজাত গায়কি আর প্রাণবন্ত উপস্থিতিতে বুঁদ হয়েছেন দর্শক। পশ্চিমবঙ্গ ছাপিয়ে তালপাতার সেপাইয়ের জনপ্রিয়তা তাই পৌঁছে গেছে বাংলাদেশেও।
গত বছর দুইবার বাংলাদেশ মাতিয়ে গেছে ব্যান্ডটি। গত ১৫ জুন ‘তালপাতার সেপাই লাইভ ইন ঢাকা’ শিরোনামের কনসার্ট গাইতে আসে ব্যান্ডটি। এর কিছুদিন পর ৬ জুলাই ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টে পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায় ও বাংলাদেশের অর্ণবের সঙ্গে মঞ্চ মাতিয়ে গেছে ব্যান্ডটি।
ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচের মতো শেষ ম্যাচেও মাঠে উপস্থিত ছিলেন শাকিব খান। তবে দুই ম্যাচেই মাঠে বসে নিজ দলের হার দেখতে হলো তাঁকে।
৫ ঘণ্টা আগেগত শুক্রবার রাতে গুলশানের একটি পাঁচতারকা হোটেলে গান গাওয়ার সময় মঞ্চেই অসুস্থ হয়ে পড়েন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এখন তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানিয়েছেন তাঁর মেয়ে বাঁধন।
১৩ ঘণ্টা আগেসিনেমা অনবদ্য অভিনয়, নির্মাণ, প্রযোজনার পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সম্পর্কে ইতিবাচক দৃষ্টিভঙ্গির কারণে অন্যরকম জনপ্রিয়তা রয়েছে মিস্টার পারফেকশনিস্ট খ্যাত বলিউড তারকা আমীর খান। প্রাক্তন দুই স্ত্রীর সঙ্গে এখনো বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সম্পর্ক রয়েছে তাঁর। সম্প্রতি তাঁর মায়ের জন্মদিনে অন্য স্বজন...
১৭ ঘণ্টা আগেআজ শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। নতুন বইয়ের গন্ধে বইপ্রেমীরা মেতে উঠবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। প্রতিবছরই মেলায় খ্যাতিমান লেখকদের বই যেমন প্রকাশিত হয়, তেমনি তরুণ লেখকদের বইও আসে। পাশাপাশি শোবিজ তারকারাও উপহার দেন তাঁদের লেখা বই। সেই ধারাবাহিকতায় এ বছরও আসছে বেশ কজন তারকার নতুন..
১৭ ঘণ্টা আগে