Ajker Patrika

প্রকাশ পেল তোহিদুল ইসলামের ভালোবাসা দিবসের গান 

প্রকাশ পেল তোহিদুল ইসলামের ভালোবাসা দিবসের গান 

ভালোবাসা দিবস কে সামনে রেখে সংগীতশিল্পী তোহিদুল ইসলামের নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেল ‘ভ্যালেন্টাইন এ সিঙ্গেল’ শিরোনামে একটি গান চিত্র। পিয়াল আরাফাতের নির্দেশনায় গানটির ভিডিও চিত্রধারণ করা হয়েছে ঢাকার বিভিন্ন লোকেশনে। গানটির সুর করছেন কালাচাঁন খ্যাত এফ এ প্রীতম, সংগীত আয়োজন করেছেন এ এন ফরহাদ।

ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশিত গানটি প্রসঙ্গে তোহিদুল ইসলাম বলেন-‘আমি পেশাগত কাজের পাশাপাশি ভালো লাগার জায়গা থেকে গান করি। ‘ভ্যালেন্টাইন এ সিঙ্গেল’ শিরোনামের গানটি আসলে ইয়ং এবং সিংগেল যারা তাদের কথা মাথায় রেখে করা হয়েছে। গানের কথা গুলো ফানি এবং উপভোগ্য। রক-মেলো ধাঁচের মিউজিকে করা গানটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’

সংগীতশিল্পী তোহিদুল ইসলাম। ছবি: সংগৃহীতইতিমধ্যে আলোচিত সিনেমা ‘কিল হিম’-এর মাধ্যমে প্লেব্যাক শিল্পী হিসেবে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। তোহিদুল ইসলাম পেশায় একজন পুলিশ কর্মকর্তা। অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবিটিতে ‘আমার সঙ্গে চল’ শিরোনামের রোমান্টিক গানটিতে তোহিদুল ইসলামের সঙ্গে কণ্ঠ দিয়েছিলেন মৌমিতা তাসরিন নদী।

তোহিদুল ইসলাম ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। পেশাগত কারণে গানের সঙ্গে নিয়মিত না হলেও, অনিয়মিত ভাবে গান করে চলেছেন। তোহিদুল ইসলাম বর্তমানে কাজ করছেন ডিএমপি’র উত্তরা বিভাগে অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত